ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে ত্রাণের ৩৬০ বস্তা চালসহ নৌকা ডুবি

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫০৬ ঘণ্টা, মে ১, ২০১৭
সুনামগঞ্জে ত্রাণের ৩৬০ বস্তা চালসহ নৌকা ডুবি

সুনামগঞ্জ: সুনামগঞ্জে কালবৈশাখী ঝড়ে ত্রাণের ৩৬০ বস্তা চালসহ (১৮ মেট্রিকটন) একটি নৌকা সুরমা নদীতে ডুবে গেছে। 

সোমবার (১ মে) ভোরে এ দুর্ঘটনা ঘটে। ত্রাণের চালবাহী নৌকাটি সুনামগঞ্জ শহরের মল্লিকপুরে খাদ্য গুদামের পাশে নদীতে বাঁধা ছিল।

ভোরে ঝড়ে নৌকাটি ডুবে যায়।  

এ ত্রাণের চাল সদর উপজেলার রঙ্গার চর ইউনিয়নে নেয়া হচ্ছিল বলে জানিয়েছেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান।  

তিনি আরো জানান, এসব চাল সদর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অকাল বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে বিতরণ করার কথা ছিল।  ফায়ার সার্ভিস কর্মীদের সহযোগিতায় ডুবে যাওয়া নৌকা ও চাল উদ্ধারের চেষ্টা চলছে।  

বাংলাদেশ সময়: ১১০৩ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।