বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে গণগ্রন্থাগারের নিজ কক্ষে এ বিষয়ে নানা অভিজ্ঞতারও বর্ণনা দেন রোকনুজ্জামান।
তিনি বলেন, ‘মানুষ নানা কারণে হতাশাগ্রস্ত হয়ে পড়তে পারেন।
বগুড়া শহরের একটি স্কুলের অষ্টম শ্রেণির ছাত্রী সাদিয়া ফারহিনের গল্প তুলে ধরে মো. রোকনুজ্জামান বলেন, ‘প্রায়ই গল্প ও উপন্যাসের বই পড়তে গ্রন্থাগারে আসা মেয়েটি প্রচণ্ড হতাশায় ভুগছিলো। লক্ষ্য স্থির করতে পারছিল না। ডাক্তার হবে, নাকি ইঞ্জিনিয়ার হবে। এসব ভাবনার কারণে তার লেখাপড়ার বেশ ক্ষতি হচ্ছিল’। ‘হঠাৎ একদিন মেয়েটি আমার কক্ষে আসার অনুমতি চায়। আমি ওকে ভেতরে এসে সোফায় বসতে বলি। কাছে ডেকে অভয় দিয়ে সবকিছু খুলে বলতে বলি। ও আমাকে সবকিছু খুলে বলে। আমিও গভীর মনোযোগে মেয়েটির সমস্যাগুলো শুনি’।
‘সবকিছু শোনার পর সমস্যার সমাধানে মেয়েটিকে কিছু পরামর্শ দেই। যেকোনো প্রতিকূল পরিবেশে নিজেকে সব সময় শান্ত রাখতে হবে। সৎসঙ্গ তৈরি করতে হবে। যারা নিজের ও অন্যের মঙ্গল কামনা করে’।
‘বই পড়ার মাধ্যমে নিজেকে জ্ঞানে সমৃদ্ধ করে তুলতে হবে। যেমন, ডেল কার্নেগি, শিব খেরা’র বই পড়তে হবে। খাওয়া-দাওয়া সঠিক সময়ে করতে হবে’।
‘মেয়েটি আমার পরামর্শ মেনে চলতে থাকে। কয়েক মাসের মাথায় তার মধ্যে ব্যাপক পরিবর্তন আসে। তার ভেতরের হতাশার ভাব কেটে যায়। বর্তমানে মেয়েটি স্বাভাবিকভাবে লেখাপড়া করছে। তাই সুস্থ জীবন-যাপনে বই হতে পারে মোক্ষম ওষুধ’।
লাইব্রেরিয়ান মো. রোকনুজ্জামান জানান, বই পাঠে উৎসাহী করতে অধ্যাপক আব্দুল্লাহ আবু সায়ীদের ‘ব্রাহ্মণের বাড়ির কাকাতুয়া’, মানসিক মনোবল বৃদ্ধি ও হতাশা দূর করতে ডেল কার্নেগির রচনাগুলো, মনোবল বৃদ্ধি, উৎসাহ-উদ্দীপনা জাগানো, নীতি-নৈতিকতা, ভালো চরিত্র গঠনে লুৎফর রহমানের রচনা সমগ্র, উৎসাহ-উদ্দীপনা, পরিশ্রমী, উদ্যোগী ও প্রতিষ্ঠিত হতে সহায়তা জাগানো, নীতি-নৈতিকতা ও ভালো চরিত্র গঠনে শিব খেরা’র রচনা সমগ্র, নির্যাতিত, নিপীড়িত মানুষের মনোবল বৃদ্ধিতে আহমেদ ছফা, কৃষণ চন্দর, কাফফা রচনা সমগ্র পড়তে হবে। এছাড়া মনোবল বৃদ্ধি, চিন্তাশীল হতে একাগ্রচিত্ত বিকাশে মহাজাতক রচনা সমগ্র বা মেডিটেশনের বই, বিনোদন বিলাসী, উৎসাহী, নীতি শিক্ষা, অতি দু:খ-গ্লানি ভুলে যেতে রূপকথার সব বই, আরব্য রজনীর গল্প (হাজার রজনীর গল্প), চরিত্র গঠন, আদর্শবান, ধৈর্য্যশীল, জ্ঞানী ও প্রজ্ঞাশীল হতে তাসকেরাতিল আম্বিয়া (আ.), তাসকেরাতিল আউলিয়াসহ (রহ.) মহৎ ব্যক্তি ও বিজ্ঞানীদের জীবনী গ্রন্থ পড়তে হবে’।
এসব পরামর্শ মেনে গত কয়েক বছরে এখানে বই পড়তে আসা ২৫০ থেকে ৩০০ জন হতাশাগ্রস্ত শিক্ষিত ছেলে-মেয়ে সুন্দরভাবে জীবন গঠন করেছেন। তারা সবাই যোগ্যতা অনুসারে প্রতিষ্ঠিত হয়েছেন বলেও জানান এই লাইব্রেরিয়ান।
বাংলাদেশ সময়: ১১০৭ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমবিএইচ/এএসআর