ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মাদারীপুরে ডাকাত সরদার আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৬০৪ ঘণ্টা, মে ১, ২০১৭
মাদারীপুরে ডাকাত সরদার আটক

মাদারীপুর: মাদারীপুরের কালকিনি উপজেলায় একাধিক মামলার আসামি একটি ডাকাত দলের সরদার কাশেম তালুকদারকে (৪৫) আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৮ এর সদস্যরা। 

রোববার (৩০ এপ্রিল) রাতে কালকিনি উপজেলার পূর্ব এনায়েতনগর ইউনিয়নের সমিতিরহাট এলাকা থেকে একটি শ্যুটারগান ও চার রাউন্ড গুলিসহ তাকে আটক করা হয়। কাশেম ওই একই এলাকান বাসিন্দা।

র‌্যাব-৮ মাদারীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর সোহেল রানা প্রিন্স বাংলানিউজকে জানান, ডাকাত সরদার কাশেম গোপনে সমিতিরহাট এলাকায় বিভিন্ন অসামাজিক কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন। খবর পেয়ে রাতে র‌্যাবের একটি দল ওই এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করে। এসময় স্থানীয়দের উপস্থিতিতে তার বাড়িতে তল্লাশি চালিয়ে একটি শ্যুটারগান ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  

তিনি আরো জানান, কাশেমের বিরুদ্ধে কালকিনি থানায় বিভিন্ন সময়ে দায়ের করা ২০টিরও বেশি মামলা রয়েছে।   

বাংলাদেশ সময়: ১১৫৯ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।