সোমবার (১ মে) সকাল ১১টার দিকে চান্দনা চৌরাস্তা মোড়ে এ দুর্ঘটনা ঘটে। মিলি ভোলার আব্দুর রশিদের স্ত্রী।
নাওজোর হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) মো. আব্দুস সালাম বাংলানিউজকে জানান, চান্দনা চৌরাস্তা মোড় পার হওয়ার সময় গাজীপুরগামী বলাকা পরিবহনের একটি বাস মিলিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিনি মারা যান।
পরে মরদেহ উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়। বাসটি আটক করা হলেও ঘাতক চালক পালিয়ে গেছে বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১২৩৯ ঘণ্টা, মে ০১, ২০১৭
আরএস/এএটি/এইচএ/