দিবসটি উপলক্ষে সকাল থেকেই মহানগরীতে বিভিন্ন শ্রমিক, পেশাজীবি, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোভাযাত্রা, পথসভা, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
বেলা ১১টার দিকে মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট থেকে শোভাযাত্রা বের করে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি।
এর আগে সকাল ৮টার দিকে রাজশাহী শিক্ষা বোর্ডের কর্মকর্তা ও কর্মচারী ইউনিয়নের উদ্যোগে বোর্ড চত্বর থেকে শোভাযাত্রা বের হয়। এটি মহানগরীর সাহেব বাজার জিরোপয়েন্ট হয়ে বোর্ড চত্বরে গিয়ে শেষ হয়। পরে শিক্ষা বোর্ড চত্বরে মে দিবসের ওপর আলোচনা সভা হয়েছে।
আলোচনা সভায় রাজশাহী শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ মহান মে দিবসের তাৎপর্য তুলে ধরেন। প্রধান অতিথির বক্তব্যে তিনি পৃথিবীর সব পেশার শ্রমজীবী মানুষের অসহায়াত্ব এবং চরম দারিদ্রতা নিয়ে জীবনযাপন করার কথা উল্লেখ করেন।
সকাল ১০টায় মহানগরীতে শোভাযাত্রা করে খেলাঘর আসর, অনুশীলন পাঠাগার, সমগীত, মাদল, মুক্তপাঠ ও ম্যাজিক লণ্ঠনসহ বিভিন্ন সংগঠন।
এছাড়া রাজশাহী ইমারত শ্রমিক ইউনিয়ন, বস্ত্র কর্মচারী ইউনিয়ন, জনতা ব্যাংক কর্মচারী ইউনিয়ন এবং সিপিবি মহানগরীতে পৃথক শোভাযাত্রা বের করে।
এদিকে, মে দিবস উপলক্ষে রাজশাহীর সব স্থানীয় সংবাদপত্র, অফিস-আদালতে আজ ছুটি। সকাল থেকে পরিবহন সার্ভিস বন্ধ রয়েছে। হোটেল রেস্তরাঁও রাখা হয়েছে বন্ধ।
এছাড়া ব্যবাসীয় প্রতিষ্ঠান ও সাধারণ দোকানপাট বন্ধ থাকায় মহানগরী প্রায় ফাঁকা হয়ে পড়েছে।
তবে রিকশাসহ হালকা যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
বাংলাদেশ সময়: ১৩১৬ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসএস/আইএ