ঢাকা, মঙ্গলবার, ১১ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

দৌলতদিয়া ২নং ঘাট পন্টুন বন্ধ, উভয় ঘাটে ভোগান্তি

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৪ ঘণ্টা, মে ১, ২০১৭
দৌলতদিয়া ২নং ঘাট পন্টুন বন্ধ, উভয় ঘাটে ভোগান্তি ঘাটে পারাপারের অপেক্ষায় গাড়ির দীর্ঘ লাইন-ছবি-বাংলানিউজ

মানিকগঞ্জ: দৌলতদিয়া ফেরিঘাটের ২ নম্বর ঘাটের পন্টুন কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্ত হওয়ায় যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ রয়েছে। এতে ফেরি থেকে যানবাহন লোড-আনলোড কার্যক্রম ব্যাহত হচ্ছে মারাত্মকভাবে। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটের উভয় ঘাট মিলে পারাপারের অপেক্ষায় রয়েছে তিন শতাধিক যানবাহন। চরম ভোগান্তিতে পড়েছেন এসব যানবাহনের যাত্রী ও পরিবহন শ্রমিকরা।

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম এবং দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।

সামছুল আলম জানান, সময় যত যাচ্ছে, গাড়ির দীর্ঘ লাইন বাড়ছেই, তবে দ্রুতই এই ঘাট ঠিক হয়ে যাবে।

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বাংলানিউজকে জানান, রোববার (৩০ এপ্রিল) রাতের কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ফেরিঘাটের ২ নম্বর ঘাট পন্টুনটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা এড়াতে ওই ঘাট পন্টুন দিয়ে যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ।

দৌলতদিয়া ঘাট এলাকায় একশর বেশি বাস ও ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে বলেও মত দেন তিনি।

বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
আরআর/আইএ


 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।