পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম এবং দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আব্দুল্লাহ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেন।
সামছুল আলম জানান, সময় যত যাচ্ছে, গাড়ির দীর্ঘ লাইন বাড়ছেই, তবে দ্রুতই এই ঘাট ঠিক হয়ে যাবে।
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাট এলাকার বাণিজ্য বিভাগের সহকারী ব্যবস্থাপক আবু আবদুল্লাহ বাংলানিউজকে জানান, রোববার (৩০ এপ্রিল) রাতের কালবৈশাখী ঝড়ে দৌলতদিয়া ফেরিঘাটের ২ নম্বর ঘাট পন্টুনটি ক্ষতিগ্রস্ত হয়। দুর্ঘটনা এড়াতে ওই ঘাট পন্টুন দিয়ে যানবাহন পারাপার সাময়িকভাবে বন্ধ।
দৌলতদিয়া ঘাট এলাকায় একশর বেশি বাস ও ট্রাক পারাপারের অপেক্ষায় রয়েছে বলে জানান তিনি। তবে খুব দ্রুত সময়ের মধ্যেই এটি মেরামত করে যানবাহন চলাচলের উপযোগী করে তোলা হবে বলেও মত দেন তিনি।
বাংলাদেশ সময়: ১৪১৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
আরআর/আইএ