সোমবার (০১ মে) বেলা ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। তিনি জামালপুর মেলান্দহ উপজেলার কুলিয়া গ্রামের মোফাজ্জল হোসেনের ছেলে।
মৃত পারভেজের মা জুলেখা বেগম জানান, তার ছেলে রিকশাচালক। রেলওয়ে কলোনি এলাকায় একটি বাসায় ভাড়া থাকতো। ওই বাড়ি ছেড়ে এদিন কলোনির অন্য এটি বাড়িতে ভাড়া ওঠে। ঘরের আসবাবপত্র ঠিক করার সময় কোনোভাবে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পারভেজ আহত হয়।
মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৪৩৫ ঘণ্টা, মে ০১, ২০১৭
এজেডএস/এএটি/আইএ