ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নেত্রকোনায় ১৪ জুয়াড়ি আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৩৬ ঘণ্টা, মে ১, ২০১৭
নেত্রকোনায় ১৪ জুয়াড়ি আটক

নেত্রকোনা: নেত্রকোনা সদর উপজেলার সিংহের বাংলা ইউনিয়নের ফরিদপুর বাজার থেকে একটি টেলিভিশনসহ ১৪ জুয়াড়িকে আটক করেছে পুলিশ। 

সোমবার (০১ মে) ভোরে নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ ছানোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল তাদের আটক করে।  
আটক ব্যক্তিরা হলেন- শরীফ মিয়া (২৫), জসিম মিয়া (২৪), মো. কামাল মিয়া (২৪), সোহাগ (১৯), সাইফুল (৩০), আইয়ুব আলী (৩০), অপু মিয়া (২১), মতিন মিয়া (২৬), টিটু হোসেন (৩০), রতন সরকার (৩০), ফারদিন মিয়া (২৮), কাঞ্চন আলী (২৯), ফেরদৌস হোসেন (৩৭) ও সোহাগ মিয়া (২০)।

 

অতিরিক্ত পুলিশ সুপার ছানোয়ার হোসেন বাংলানিউজে জানান, আটক জুয়াড়িদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪৩৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।