ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সুনামগঞ্জে সুরমা নদীতে পাথর শ্রমিক নিখোঁজ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮৫৮ ঘণ্টা, মে ১, ২০১৭
সুনামগঞ্জে সুরমা নদীতে পাথর শ্রমিক নিখোঁজ

সুনামগঞ্জ: সুনামগঞ্জ সদর উপজেলার আব্দুজ জহুর ব্রিজের কাছে সুরমা নদীতে নৌকা ডুবে হজরত আলী (২২) নামে এক পাথর শ্রমিক নিখোঁজ হয়েছেন।

সোমবার (০১ মে) ভোরে সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার ফতেপুর থেকে পাথর তুলে জেলা শহরের ওয়েজ খালি এলাকায় আসছিলেন আলীসহ তিন শ্রমিক। পথে আব্দুজ জহুর ব্রিজের কাছে এলে কালবৈশাখী ঝড়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়।

এ সময় অপর দুই শ্রমিক সাঁতরে তীরে উঠতে পারলেও আলী নিখোঁজ হন।

দুপুরে পুলিশ সুপার হারুন অর রশিদ বাংলানিউজকে বলেন, পুলিশ ও স্থানীয় জনগণ নিখোঁজ শ্রমিককে উদ্ধারের চেষ্টা করছে।

বাংলাদেশ সময়: ১৪৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসআই 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।