রোববার (৩০ এপ্রিল) রাত ১০টার দিকে চিংড়ি পোনাগুলো জব্দ করা হয়। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে লৌহজংয়ের শিমুলিয়া বাজার এলাকার পদ্মা নদীতে পোনাগুলো ছেড়ে দেয়া হয়।
কোস্ট গার্ড মাওয়া জোনের কন্টিনজেন্ট কমান্ডার মো. খালেকুল ইসলাম বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রাতে কোস্ট গার্ডের একটি দল মাওয়া তিন নম্বর ফেরিঘাট এলাকায় অবস্থান নেয়। চট্টগ্রাম থেকে বরিশালগামী বেপারী পরিবহনের একটি বাস রাত ১০টার দিকে মাওয়া ফেরিঘাট এলাকায় এলে ওই বাসে তল্লাশি চালানো হয়। এসময় বাস থেকে গলদা চিংড়ির পোনা ভর্তি ৩৫টি ড্রাম জব্দ করে কোস্ট গার্ড।
পরে সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পোনাগুলো পদ্মায় নদীতে ছেড়ে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন- মাওয়া কোস্ট গার্ডের কন্টিনজেন্ট কমান্ডার মো. খালেকুল ইসলাম, লৌহজং উপজেলার ক্ষেত্র সহকারী মৎস্য কর্মকর্তা হাওলাদার মো. মনিরুজ্জামান, স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য আলতাফ হোসেন মোল্লা প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৫৫৭ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসআই