সোমবার (০১ মে) জেলা শ্রমিক লীগের উদ্যোগে শহরের বাংলা স্কুল মোড় থেকে একটি র্যালি বের হয়। ৠালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।
এরপর জেলা শ্রমিক লীগের সভাপতি আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন- ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল মমিন টুলু। এছাড়াও বক্তব্য রাখেন ভোলা পৌর মেয়র মনিরুজ্জামান, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক জহিরুল ইসলাম নকীব, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান মো. ইউনুস, জেলা শ্রমীক লীগের সাধারণ সম্পাদক শাহ আলম, ভোলা জেলা আওয়ামী লীগের ত্রান ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, স্বেচ্ছাসেবক লীগের যুগ্ন-আহ্বায়ক আবিদুল আলম, প্রমুখ।
বাংলাদেশ সময়: ১৬০২ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি