মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি নগরীর চৌহট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানম ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার। শোভাযাত্রায় বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। একাত্মতা ঘোষণা করে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল।
এদিন নগরীতে লাল পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেছে ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল শ্রমিক ইউনিয়ন ও চা শ্রমিক, মহিলা শ্রমিকদল, শ্রমিকলীগ, শ্রমিকদল, জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন।
বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১, ২০১৭
এনইউ/এএ