ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সিলেটে অধিকার আদায়ের দৃপ্ত শপথ শ্রমিকদের

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩১ ঘণ্টা, মে ১, ২০১৭
সিলেটে অধিকার আদায়ের দৃপ্ত শপথ শ্রমিকদের সিলেটে শ্রমিক দিবসের র‌্যালি/ছবি: বাংলানিউজ

সিলেট: সারা দেশের মতো সিলেটেও শ্রমিক দিবস পালন করছে মেহনতি মানুষ। অধিকার আদায়ের আন্দোলন চালিয়ে যেতে বদ্ধপরিকর থাকার দৃপ্ত শপথে কায়িক শ্রমের মজুরি ও বিভিন্ন সুযোগ-সুবিধা আদায়ে সিলেটে শ্রম আদালত চালুর দাবি জানিয়েছেন শ্রমিকরা।

মে দিবস উপলক্ষে সোমবার (১ মে) বেলা ১১টায় জেলা প্রশাসনের উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি নগরীর চৌহট্টা কেন্দ্রীয় শহীদ মিনারে গিয়ে শেষ হয়।

শোভাযাত্রায় নেতৃত্ব দেন সিলেটের বিভাগীয় কমিশনার নাজমানারা খানম ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার। শোভাযাত্রায় বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়। একাত্মতা ঘোষণা করে অংশ নেয় বিভিন্ন রাজনৈতিক দল।
 
এদিন নগরীতে লাল পতাকা নিয়ে শোভাযাত্রা বের করেছে ট্রেড ইউনিয়ন সংঘ, হোটেল শ্রমিক ইউনিয়ন ও চা শ্রমিক, মহিলা শ্রমিকদল, শ্রমিকলীগ, শ্রমিকদল, জালালাবাদ গ্যাস এমপ্লয়িজ ইউনিয়ন, বিদ্যুৎ শ্রমিক লীগ, বিদ্যুৎ শ্রমিকদলসহ বিভিন্ন সংগঠন।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, মে ১, ২০১৭
এনইউ/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।