ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাভারে গোসলে নেমে শিশুর মৃত্যু

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০৩৮ ঘণ্টা, মে ১, ২০১৭
সাভারে গোসলে নেমে শিশুর মৃত্যু

সাভার (ঢাকা): সাভার পৌর এলাকায় পুকুরের পানিতে গোসল করতে নেমে তৌফিক নামে নয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার (০১ মে) সকালে ওই এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। তৌফিক ইটভাটা শ্রমিক জহুরুল ইসলামের ছেলে।

শিশুটির বড় ভাই তৌহিদ বাংলানিউজকে বলেন, স্কুল ছুটি থাকায় সকালে মহল্লার একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় নামা গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তৌফিক। এ সময় পুকুরে হঠাৎ তলিয়ে গেলে বন্ধুরা বাসায় খবর দেয়। পুকুর থেকে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার পলাশী গ্রামে।

বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০১, ২০১৭
জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।