সোমবার (০১ মে) সকালে ওই এলাকার নামা গেন্ডা মহল্লায় এ ঘটনা ঘটে। তৌফিক ইটভাটা শ্রমিক জহুরুল ইসলামের ছেলে।
শিশুটির বড় ভাই তৌহিদ বাংলানিউজকে বলেন, স্কুল ছুটি থাকায় সকালে মহল্লার একটি পুকুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে যায় নামা গেন্ডা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী তৌফিক। এ সময় পুকুরে হঠাৎ তলিয়ে গেলে বন্ধুরা বাসায় খবর দেয়। পুকুর থেকে তাকে উদ্ধার করে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম কামরুজ্জামান বাংলানিউজকে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
তার গ্রামের বাড়ি বগুড়া জেলার শিবগঞ্জ থানার পলাশী গ্রামে।
বাংলাদেশ সময়: ১৬৩৭ ঘণ্টা, মে ০১, ২০১৭
জিপি/এএ