ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

নড়াইলে মহান মে দিবস পালন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১০৭ ঘণ্টা, মে ১, ২০১৭
নড়াইলে মহান মে দিবস পালন

নড়াইল: নড়াইলে নানা আয়োজনে মহান মে দিবস পালিত হয়েছে।

সোমবার (০১ মে) সকাল ৯টায় জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে রুপগঞ্জ বাজার যাত্রী ছাউনি থেকে একটি র‌্যালি বের হয়। ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

পরে ওই স্থানে জেলা প্রশাসনের পক্ষ থেকে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র ও জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গির হোসেন বিশ্বাস, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, ওয়াকার্স জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।