সোমবার (০১ মে) সকাল ৯টায় জেলা প্রশাসন ও বিভিন্ন শ্রমিক সংগঠনের আয়োজনে রুপগঞ্জ বাজার যাত্রী ছাউনি থেকে একটি র্যালি বের হয়। ৠালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
আলোচনা সভায় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, পৌর মেয়র ও জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. জাহাঙ্গির হোসেন বিশ্বাস, জেলা বাস-মিনিবাস-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক সাদেক আহম্মেদ খান, ওয়াকার্স জেলা কমিটির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ।
বাংলাদেশ সময়: ১৭০৬ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি