ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

পল্লবীতে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১১০ ঘণ্টা, মে ১, ২০১৭
পল্লবীতে নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার ছবি: প্রতীকী

ঢাকা: রাজধানীর পল্লবীর একটি বাসা থেকে আবু তাহের (৫০) নামের এক নিরাপত্তাকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১ মে) সকাল পৌনে ৮টার দিকে ওই এলাকার ১৯০ নম্বর বাসার থেকে মরদেহটি উদ্ধার করা হয়। আবু তাহেরের বাড়ি কুমিল্লার বরুড়া উপজেলার পাঁচ পুকুরিয়া গ্রামে।

পল্লবী থানার ভারপ্রাপ্ত (ওসি) দাদন ফকির বাংলানিউজকে বলেন, মৃত আবু তাহের ওই ভবনের নিরাপত্তাকর্মী ছিলেন। খবর পেয়ে ওই বাসার খাটের পাশে জানালার গ্রিলের সঙ্গে গামছা পেঁচিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় মরদেহ উদ্ধার করা হয়। তবে কি কারণে তিনি গলায় ফাঁস দিয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।

ময়নাতদন্তের জন্য আবু তাহেরের মরদেহ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট হাতে পেলে মৃত্যুর কারণ জানা যাবে বলেও জানান ওসি দাদন ফকির।

বাংলাদেশ সময়: ১৭১০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এজেডএস/জিপি/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।