ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘দুর্যোগ থাকা পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে’

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১২৪ ঘণ্টা, মে ১, ২০১৭
‘দুর্যোগ থাকা পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে’ ‘দুর্যোগ থাকা পর্যন্ত ত্রাণ সহায়তা অব্যাহত থাকবে’

নাটোর: চলনবিল এলাকায় প্রাকৃতিক দুর্যোগের অবসান না হওয়া পর্যন্ত সরকারের ত্রাণ ও অর্থ সহায়তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া।  

তিনি বলেন, যে কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সরকার সর্বদা প্রস্তুত রয়েছে।

সোমবার (০১ মে) দুপুরে চলনবিলের সিংড়া উপজেলার ডাহিয়া গ্রামে ক্ষতিগ্রস্ত কৃষকদের মধ্যে ত্রাণ সামগ্রী ও অর্থ বিতরণ অনুষ্ঠানে তিনি এ তথ্য জানান।

মায়া বলেন, বন্যা ও দুর্যোগ মোকাবিলায় চলনবিল এলাকায় মুজিব কেল্লা ও সাইক্লোন সেন্টার গড়ে তোলা হবে। ইতোমধ্যে এই অঞ্চলের মানুষের জীবনযাত্রার মানোন্নয়নে নানা পরিকল্পনা হাতে নিয়েছে বর্তমান সরকার।

তিনি বলেন, বাংলাদেশ দুর্যোগের দেশ। দুর্যোগের মধ্যে আমাদের বসবাস। কিন্তু আমরা জানি, কিভাবে দুর্যোগ মোকাবেলা করতে হয়। দুর্যোগ মোকাবেলায় আমাদের এই সক্ষমতা সারাবিশ্বে প্রশংসিত।

ত্রাণমন্ত্রী আরও বলেন, দেশে খাদ্যের অভাব নেই। বানভাসী মানুষের দুর্দশা লাঘবে তালিকা নয় তাৎক্ষণিক ব্যবস্থা নিয়ে উপস্থিত সবাইকে ত্রাণ দিতে হবে। জলবায়ু পরিবর্তনের সঙ্গে সংগতি রেখে পরিকল্পনা প্রণয়ন করতে হবে। কৃষকদের স্বার্থে এই ব্যবস্থা করা গেলে কৃষক বাঁচবে, দেশও বাঁচবে।

এসময় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, নানা প্রতিকূলতা উজিয়ে তিন লাখ মেট্রিকটন ধান উৎপাদন করে দেশের খাদ্য চাহিদা মেটায় চলনবিলের মানুষ। কৃষির সঙ্গেই এ অঞ্চলের জনগণের জীবন ও জীবিকা জড়িত। তাই এসব মানুষের উন্নয়নে সরকারকে আরও যুগোপোযোগী পরিকল্পনা গ্রহণ করতে হবে।

জেলা প্রশাসক শাহিনা খাতুনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামাল, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, অতিরিক্ত জেলা প্রশাসক মনিরুজ্জামান ভুঞা, অতিরিক্ত পুলিশ সুপার খায়রুল আলম, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ রফিকুল ইসলাম, সিভিল সার্জন আজিজুল ইসলাম, পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুধাংশু কুমার সরকার, জনস্বাস্থ্য প্রকৌশলী ওয়াজেদ আলী, জজ কোর্টের পিপি সিরাজুল ইসলাম।

এছাড়া সিংড়া উপজেলা চেয়ারম্যান শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুল আহসান, পৌর মেয়র জান্নাতুল ফেরদৌস, উপজেলা কৃষি কর্মকর্তা সাজ্জাত হোসেন, উপজেলা আওয়ামী লীগ সভাপতি শেখ ওহিদুর রহমান, ডাহিয়া ইউনিয়নের চেয়ারম্যান আবুল কালাম প্রমুখ।

এসময় মন্ত্রী ক্ষতিগ্রস্ত ৩০০ জনকে ৩০ কেজি করে চাল ও নগদ ৫০০ টাকা করে বিতরণ করেন। পরে বিকেলে মন্ত্রী গুরুদাসপুর উপজেলার বিলসা এলাকায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সঙ্গে মতবিনিময় ও ত্রাণ বিতরণ করেন।

এরআগে মন্ত্রী নলডাঙ্গা উপজেলার হালতিবিলের হালতি গ্রামে প্রকল্প বাস্তবায়ন অফিসের উদ্যোগে ৩৬ লাখ ৩৩ হাজার ৫৫০ টাকায় ব্যয়ে নির্মিত একটি প্রটেকশন ওয়াল উদ্বোধন করেন।

বাংলাদেশ সময়: ১৭২১  ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।