প্রথমে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ করে পরিবারের কাছে মুক্তিপণ দাবি ও শারীরিক নির্যাতন করার দায়ে প্রতারক ওলিউজ্জামানকে ৩০ এপ্রিল (রোববার) রাতে আটক করা হয়।
সোমবার (০১ এপ্রিল) র্যাব-১ এর কমান্ডিং অফিসার (সিও) লেফটেন্যান্ট কর্নেল সারোয়ার বিন কাশেম বাংলানিউজকে বিষয়টি জানান।
তিনি বলেন, অপহৃত নারীর পরিবারের অভিযোগের ভিত্তিতে রোববার রাতে অভিযান পরিচালনা করে কলাবাগান এলাকার একটি বাসা থেকে অপহরণকারীকে আটক করা হয়। এ সময় ওই বাসা থেকে ওই ভুক্তভোগীকে উদ্ধারও করা হয়েছে।
অপহরণকারী ওলিউজ্জামান অপহৃত ওই নারীকে শারীরিক নির্যাতন করেছেন বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৭২৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসজেএ/জিপি/এএ