প্রত্যক্ষদর্শীরা জানান, পরিবহন শ্রমিকদের একটি মিছিল নগরীর কোর্ট পয়েন্ট অতিক্রম করার সময় হঠাৎ রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করতে শুরু করে। এসময় একটি হিউম্যান হলারসহ কমপক্ষে ১০/১২টি অটোরিকশায় ভাঙচুর চালানো হয়।
হামলাকারীরা বহিষ্কৃত শ্রমিক নেতা জাকারিয়া আহমদের অনুসারী বলে জানা যায়।
সিলেট জেলা সিএনজি অটোরিকশা শ্রমিক ইউনিয়নের সদস্য মো. ইমাম উদ্দিন বাংলানিউজকে বলেন, মে দিবসের দিন হলেও আলোচনার ভিত্তিতে দুপুর পর্যন্ত কর্মবিরতি পালন করে যাত্রী দুর্ভোগের কথা চিন্তা করে তারা গাড়ি বের করেন। কিন্তু পরিবহন শ্রমিকরা ক্ষিপ্ত হয়ে তাদের গাড়িগুলো ভাঙচুর করেছেন।
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গৌসুল হোসেন বাংলানিউজকে বলেন, পরিবহন শ্রমিকদের নিজেদের মধ্যে ভাঙচুরের ঘটনা ঘটেছে। তবে এ ব্যাপারে কেউ এখনও অভিযোগ করেনি।
বাংলাদেশ সময়: ১৭২৭ ঘণ্টা, মে ১, ২০১৭
এনইউ/এএ