তিনি বলেন, শিল্পায়ন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না। উৎপাদনের ওপর জোর দিচ্ছে আমাদের সরকার।
সোমবার (০১ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, জাতির পিতা পাকিস্তানিদের ফেলে যাওয়া পরিত্যাক্ত কারখানা রাষ্ট্রীয়করণ করেছিলেন, শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিয়েছিলেন। একটা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে, বিধ্বস্ত দেশের ওপর দাঁড়িয়ে তিনি দেশ গড়ে তুলেছিলেন। শ্রমের মর্যাদ প্রতিষ্ঠা করেছিলেন।
প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের রাজনীতি। আজকে আমরা যখন দেশ গড়ে তুলছি তখন নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয়। জাতির পিতাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিলো।
বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমজেএফ