ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আমরাই সবার বেতন-মজুর বাড়িয়েছি

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৪৫ ঘণ্টা, মে ১, ২০১৭
আমরাই সবার বেতন-মজুর বাড়িয়েছি

ঢাকা: মহান মে দিবসের আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা যে হারে শ্রমিকদের বেতন বাড়িয়েছি সেই হারে কোনো দেশ কোনো দিন বেতন বাড়াতে পারে নাই।

তিনি বলেন, শিল্পায়ন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না। উৎপাদনের ওপর জোর দিচ্ছে আমাদের সরকার।

আমরা ’৯৬ সালে যখন ক্ষমতায় আসলাম তখন ন্যূনতম মজুরি ৭/৮শ’ টাকা ছিলো। তখনই সিদ্ধান্ত নিলাম বেতন বৃদ্ধি করব। ১৬শ টাকা করার সিদ্ধান্ত নিলাম, তখন কার্যকর করার সময় পাই নাই। পরে আবার ক্ষমতায় এসে শ্রমিকদের ন্যূনতম বেতন আবারও বৃদ্ধি করেছি। আমরা যে হারে বেতন বাড়িয়েছি সেই হারে কোনো দেশ কোনো দিন বেতন বাড়াতে পারে নাই।

সোমবার (০১ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, জাতির পিতা পাকিস্তানিদের ফেলে যাওয়া পরিত্যাক্ত কারখানা রাষ্ট্রীয়করণ করেছিলেন, শ্রমিকদের চাকরির নিশ্চয়তা দিয়েছিলেন। একটা সদ্য স্বাধীনতাপ্রাপ্ত দেশে, বিধ্বস্ত দেশের ওপর ‍দাঁড়িয়ে তিনি দেশ গড়ে তুলেছিলেন। শ্রমের মর্যাদ প্রতিষ্ঠা করেছিলেন।

প্রধানমন্ত্রী বলেন, খেটে খাওয়া মানুষের জন্যই আমাদের রাজনীতি। আজকে আমরা যখন দেশ গড়ে তুলছি তখন নানা ধরনের ষড়যন্ত্রের শিকার হতে হয়। জাতির পিতাকে ষড়যন্ত্রের শিকার হতে হয়েছিলো।

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।