ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রমিক-মালিক হৃদ্যতা থাকতে হবে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২০৪ ঘণ্টা, মে ১, ২০১৭
শ্রমিক-মালিক হৃদ্যতা থাকতে হবে

ঢাকা: শ্রমিক ও মালিকদের মধ্যে হৃদ্যতাপূর্ণ সম্পর্কের ওপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, মনে রাখতে হবে, শিল্প টিকে থাকলেই কেবল শ্রমিকদের কর্মসংস্থান হবে। দারিদ্র্য দূর হবে। ছেলেমেয়েরা লেখাপড়া শিখতে পারবে। তাই শিল্পের ক্ষতি হয় এমন কোনো কাজে সম্পৃক্ত হবেন না।

শিল্পের মালিকদের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, আপনারা শ্রমের মর্যাদা এবং শ্রমিকের ন্যায্য পাওনা মিটিয়ে দিন। মুনাফা অবশ্যই করবেন।

তবে তা যেন শোষণে পরিণত না হয়। শ্রমিকদের বঞ্চিত করে শিল্পের উন্নয়ন হবে না। কারণ শ্রমিক হচ্ছে কারখানার প্রাণ।

সোমবার (০১ মে) বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শ্রমিক দিবসের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

খেটে খাওয়া মানুষের জন্যই আওয়ামী লীগ কাজ করে ‍জানিয়ে শেখ হাসিনা বলেন, আমরা যে হারে শ্রমিকদের বেতন বাড়িয়েছি সেই হারে কোনো দেশ কোনো দিন বেতন বাড়াতে পারে নাই।

তিনি বলেন, শিল্পায়ন ছাড়া একটি দেশ এগিয়ে যেতে পারে না। উৎপাদনের ওপর জোর দিচ্ছে আমাদের সরকার। আমরা ’৯৬ সালে যখন ক্ষমতায় আসলাম তখন ন্যূনতম মজুরি ৭/৮শ’ টাকা ছিলো। তখনই সিদ্ধান্ত নিলাম বেতন বৃদ্ধি করব। ১৬শ টাকা করার সিদ্ধান্ত নিলাম, তখন কার্যকর করার সময় পাই নাই। পরে আবার ক্ষমতায় এসে শ্রমিকদের ন্যূনতম বেতন আবারও বৃদ্ধি করেছি। আমরা যে হারে বেতন বাড়িয়েছি সেই হারে কোনো দেশ কোনো দিন বেতন বাড়াতে পারে নাই।

রানা প্লাজার দুর্ঘটনায় হাত-পা হারানো শ্রমিকদের দেওয়া ক্ষতিপূরণ প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, দুর্ঘটনা ঘটলে ক্ষতিপূরণ না কেবল, কৃত্তিম হাত পা লাগানোর ব্যবস্থাও করে দিচ্ছি। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত অনেকে এতটা ক্ষতিপূরণ পেয়েছেন যে এখন আর কাজ করার প্রয়োজন হয় না, তারা গ্রামে ফিরে বসবাস করছেন।


** আমরাই সবার বেতন-মজুরি বাড়িয়েছি

বাংলাদেশ সময়: ১৮১০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমইউএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।