সোমবার (০১ মে) বেলা আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।
দগ্ধরা শিশুরা হলো- ইমন (১২) ও রাজু আহমেদ (১১)।
পোস্তগোলা ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইদুল আলম চৌধুরী বাংলানিউজকে জানান, জুরাইন পাওয়ার হাউজের ভেতরে দুই শিশু বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়ে আছে, এমন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থল থেকে দুই শিশুকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতলের বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
বার্ন ইউনিটের আবাসিক চিকিৎসক ডা. পার্থ শংকর পাল বাংলানিউজকে বলেন, ইমনের শ্বাসনালীসহ শরীরের ৫৫ শতাংশ পুড়ে গেছে এবং রাজুর গলা ও দুই হাতের কিছুটা পুড়ে গেছে।
তাদের মধ্যে ইমনের অবস্থা আশঙ্কাজনক বলেও জানান ডা. পার্থ শংকর।
বাংলাদেশ সময়: ১৮২৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
এজেডএস/জিপি/বিএস