সোমবার (০১ মে) দিবসটি উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বর্ণাঢ্য র্যালি, শোভাযাত্রা, আলোচনা সভা ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
দেশের বিভিন্ন জেলা ও উপজেলা বাংলানিউজের প্রতিনিধিরা দিবসটি উপলক্ষে আয়োজিত বিভিন্ন কর্মসূচির খবর বাংলানিউজকের পাঠকদের জন্য তুলে ধরেছেন।
‘শ্রমিক মালিক গড়বো দেশ, এগিয়ে যাবে বাংলাদেশ’ স্লোগানে বগুড়ায় মহান মে দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
নূন্যতম মজুরি ১৬ হাজার টাকা, ট্রেড ইউনিয়ন করার অধিকার, ১৯৭২ সালের সংবিধানে ফিরে যাওয়ার দাবি নিয়ে বরিশালে পালিত হয়েছে মহান মে দিবস।
দিবসটিতে আওয়ামী লীগ, বিএনপি, কমিউনিস্ট পার্টি, ওয়ার্কার্স পার্টি ও তাদের সহযোগী শ্রমিক সংগঠনের নেতা কর্মীরা সমাবেশ এবং র্যালি করে।
দেশের সর্ববৃহত্তম স্থলবন্দর বেনাপোলে মহান মে দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বেনাপোল স্থলবন্দর হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন, ইমারত শ্রমিক ইউনিয়ন, বাস- ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্যাক্সিচালক শ্রমিক ইউনিয়নসহ বিভিন্ন সংগঠন আলাদা র্যালি বের করে।
এছাড়াও দিবসটি উপলক্ষে ঝালকাঠি, খুলনা, কুড়িগ্রাম, খাগড়াছড়িসহ বিভিন্ন জেলায় র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বাংলাদেশ সময়: ১৮৩০ ঘণ্টা, মে ০১, ২০১৭
আরআইএস/এমজেএফ