ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেন্দীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, মে ১, ২০১৭
মেহেন্দীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার মেহেন্দীগঞ্জে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য গ্রেফতার। ছবি: বাংলানিউজ

বরিশাল: বরিশালের মেহেন্দীগঞ্জে বাংলাদেশ সেনাবাহিনী ও পুলিশের খাকি (পুরাতন) পোশাকসহ কবির সরদার (৩৭) নামে আন্তঃজেলা ডাকাত দলের সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (০১ মে) বিকেল ৩টার দিকে মেহেন্দীগঞ্জের কাজীরহাটে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

কবির সরদার (৩৭) সন্তোষপুর এলাকা কাশেম সরদারের ছেলে।

মেহেন্দীগঞ্জের কাজীরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাসুম তালুকদার বাংলানিউজকে বলেন, কবির আন্তঃজেলা ডাকাত দলের সদস্য। তার বিরুদ্ধে থানায় হত্যা ও ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদে ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে চাইনিজ কুড়াল, রামদা, দেশীয় অস্ত্র এবং বাংলাদেশ সেনাবাহিনীর পোশাক, পুলিশের খাকি (পুরাতন) পোশাক ও কয়েকটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।

বাংলাদেশ সময়: ১৮৪০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএস/আরআইএস/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।