ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে’

উপজেলা করসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪৪ ঘণ্টা, মে ১, ২০১৭
‘বাংলাদেশ উন্নয়নের মহাসড়কে’

মধুপুর (টাঙ্গাইল): বাংলাদেশ এখন ভিক্ষুকের দেশ নয়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ উন্নয়নের মহাসড়কে অগ্রসর বলে মত প্রকাশ করেছেন ড. আব্দুর রাজ্জাক এমপি।

তিনি বলেন, এক সময় সারা বিশ্বে ভিক্ষুকের দেশ হিসেবে পরিচিত ছিলো বাংলাদেশ। এখন আর বাংলাদেশ ভিক্ষুকের দেশ নয়।

সোমবার (০১ মে) আন্তর্জাতিক শ্রমিক ও মহান মে দিবস পালন উপলক্ষে বাংলাদেশ ট্রাক ও ক‍াভার্ডভ্যান ড্রাইভার্স ইউনিয়ন টাঙ্গাইলের মধুপুর শাখার এক শ্রমিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মত প্রকাশ করেন।

ড. রাজ্জাক বলেন, ৫৪ সালে যুক্তফ্রন্টের নির্বাচনের সময় এক বৃদ্ধার কাছ থেকে শিক্ষা নিয়ে শোষণ-শাসনের হাত থেকে কৃষক শ্রমিক বাঙালিকে মুক্ত না করা পর্যন্ত বঙ্গবন্ধু আমৃত্যু আন্দোলন করার শপথ নিয়ে ছিলেন। তার উত্তরসূরি বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের ধারায় বাংলাদেশ আজ বিশ্বের কাছে নন্দিত। বিশ্বব্যাংকের প্রতিনিধিরা বাংলাদেশের এ উন্নয়ন রহস্যের গল্প শুনতে আসেন।

শ্রমিকদের হাড় ভাঙা পরিশ্রমের ফলে দেশের অর্থনৈতিক ওই উন্নয়নের কথা উল্লেখ করে তিনি আরও বলেন, এই শ্রমিকদের স্বাস্থ্য ও জীবন মানের নিশ্চয়তার পথ একটু দীর্ঘ। তবুও অধিকার আর সুযোগ সুবিধা আদায়ের লক্ষ্যে তাদের আন্দোলনও অব্যাহত রাখতে হবে।

বাংলাদেশ ট্রাক ড্রাইভার্স ক‍াভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন মধুপুর শাখা কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য রাখেন- মধুপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান উপজেলা আওয়ামী লীগের সভাপতি খন্দকার শফি উদ্দিন মনি।

বাংলাদেশ সময়: ১৮৩৯ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।