সোমবার (০১ মে) বিকেল ৪টা ৩৫ মিনিটে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এ কবিতা আবৃত্তি করা হয়। এ সময় সবার হাতে ছিলো জাতীয় কবি নজরুলের প্রতিকৃতি সম্বলিত কার্ড।
যৌথ ভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে বাশরী ও বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি)।
অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু। বিশেষ অতিথি ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক।
বাশরীর সভাপতি ড. ইঞ্জিনিয়ার খালেকুজ্জামানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন- এটিএন বাংলার চেয়ারম্যান উপদেষ্টা মোতাহার হাসান, কবি পরিবারের সদস্য খিলখিল কাজী ও অনিন্দিতা কাজী। অনুষ্ঠান সঞ্চলনা করেন- নজরুল সঙ্গীত শিল্পী সুজিত মোস্তফা।
অনুষ্ঠানে তথ্যমন্ত্রী বলেন, মে দিবস বিদ্রোহের প্রতীক। মে দিবসে বিদ্রোহী কবিতা আবৃত্তির জন্য আপনারা যে সাহসী পদক্ষেপ নিয়েছেন সেজন্য সরকারের পক্ষ থেকে অভিনন্দন জানাই। জাতীয় কবি নজরুল ইসলাম একাধারে বিদ্রোহী, সাম্যের কবি, প্রেমের কবি। নজরুলের আদর্শ ধারণ করে আমরা অসাম্প্রদায়িক ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র গঠনে কাজ করছি।
তরুণদের উদ্দেশে মন্ত্রী বলেন, ৪৭ সালে বঙ্গবন্ধু বিজ্ঞানহীন ধর্ম ভিত্তিক রাষ্ট্র গঠনের বিরুদ্ধে সর্ব প্রথম বিদ্রোহের ডাক দিয়েছেন। সে পথ ধরে একাত্তরে স্বাধীনতা আমরা লাভ করি। তারুণ্যই পারে পুরাতনকে ঝেড়ে পেলতে। সভ্যতার সামনের দিকে এগুতে হলে সমাজে বিদ্যমান অসংগতি ঝেড়ে ফেলতে হয়। আর সমাজের মধ্যে সংস্কার, পরিবর্তন করার চেষ্টা করলে যখন কোনো শক্তি যদি আটকাতে চায় তখনই বিদ্রোহ হয়।
মে দিবস নিয়ে মন্ত্রী বলেন, শ্রম কখনো সস্তা নয়, শ্রমিক কখনো দয়ার পাত্র নয়। সামনে যদি এগুতো হয় তাহলে নারী-পুরুষ সবাইকে এক সঙ্গে কাজ করতে হবে। তোমার দেশ আমার দেশ বাংলাদেশ।
তিনি বলেন, চিরকাল তরুণরা বিদ্রোহী হয়। কিন্তু আজ বাংলাদেশের যুব সমাজের দিকে তাকালে একটু বিভ্রান্ত হই। বিদ্রোহ ছাড়া সমাজ এগুতে পারে না। বাঙালিরাও বিদ্রোহের মাধ্যমে ৫২ ভাষা আন্দোলন, ৭১ স্বাধীনতা, ৯০ স্বৈরাচারকে পরাজয় করেছে। আজ বিদ্রোহ চলছে সাম্প্রদায়িকতা মৌলবাদের বিরুদ্ধে। এর মাধ্যমে চলছে বৈষম্য, ধমর্নিরেপক্ষতার জয়ের বিদ্রোহ চলছে। জঙ্গিবাদ প্রতিরোধে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, বিদ্রোহের মাধ্যমে শ্রমিকরা তাদের অধিকার আদায় করেছে। আজও আমাদের কোনো না কোনো বিষয়ে বিদ্রোহ করছে। নজরুল আমাদের জাতীয় কবি যিনি আমাদের অন্যায়ের বিরুদ্ধে বিদ্রোহ করার শিক্ষা দিয়েছেন।
বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসকেবি/বিএস