ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

১৫তম সংসদ অ‌ধি‌বেশন শুরু মঙ্গলবার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১০ ঘণ্টা, মে ১, ২০১৭
১৫তম সংসদ অ‌ধি‌বেশন শুরু মঙ্গলবার

ঢাকা: দশম জাতীয় সংসদের ১৫তম অধিবেশন বসবে মঙ্গলবার (২ মে) বিকেল ৫টায়। অধিবেশন শুরুর আগে বিকেল ৪টায় স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠক অনুষ্ঠিত হবে।

ওই বৈঠকেই চূড়ান্ত করা হবে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি। তবে অধিবেশন সর্বোচ্চ এক সপ্তাহ চলতে পারে বলে জানা যায়।

সংসদ সচিবালয় সূত্র জানায়, সংসদের ১৪তম অধিবেশন গত ১১ মার্চ শেষ হয়। ওই অধিবেশনের মোট কার্যদিবস ছিল ৩২টি। সংবিধান অনুযায়ী একটি অধিবেশন শেষ হওয়ার পর ৬০ দিনের মধ্যে আরেকটি অধিবেশন আহ্বানের বাধ্যবাধকতা রয়েছে। এ কারণেই গত ১৬ এপ্রিল রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ সংসদ অধিবেশন আহ্বান করেন। নিয়মরক্ষার এ অধিবেশন খুবই সংক্ষিপ্ত হবে।

সূত্র আরও জানায়, এ অধিবেশনে উত্থাপনের জন্য সংসদ সচিবালয়ে নতুন তিনটি বিল জমা হয়েছে। বিলগুলো হলো- ধান গবেষণা ইনস্টিটিউট বিল-২০১৭, পরমাণু শক্তি কমিশন বিল-২০১৭ এবং বেসরকারি বিমান চলাচল বিল-২০১৭।

অধিবেশন শুরুর জন্য ইতোমধ্যে প্রয়োজনীয় প্রস্তুতি শেষ করেছে সংসদ সচিবালয়। নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে সংসদ ভবন এলাকায়। এ অধিবেশন শেষে জুন মাসে বসবে বাজেট অধিবেশন।

বাংলাদেশ সময়: ২০১০ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসএম/আরআইএস/এএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।