সোমবার (১ মে) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে এ বৃষ্টি শুরু হয়। বৃষ্টি শুরু হওয়ার পর রাস্তা-ঘাট ফাঁকা হয়ে যায়।
রাজশাহী আবহাওয়া অফিসের জ্যেষ্ঠ পর্যবেক্ষক রাজীব খান বাংলানিউজকে বলেন, সন্ধ্যা সাড়ে ৬টায় বৃষ্টিপাত শুরু হয়েছে। এ সময় বাতাসের গতিবেগ ছিল ২৫ কিলোমিটার। সাধারণত বাতাসের গতিবেগ ৩০ থেকে ৩৫ কিলোমিটারের ওপরে হলে তা কালবৈশাখী হিসেবে ধরা হয়। তবে সন্ধ্যা থেকে ঝড়-বৃষ্টি হলেও কালবৈশাখী হয়নি।
রাজীব খান বলেন, সন্ধ্যা সাড়ে ৬টা থেকে সাড়ে ৭টা পর্যন্ত ৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এদিন রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন ১৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।
রাজশাহী আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুল আলম বাংলানিউজকে জানান, কালবৈশখী আঘাত হানার প্রায় ২৪ ঘণ্টা পর বর্ষণ শুরু হয়েছে। সারাদিন হালকা তাপদাহ বয়ে গেলেও বিকেল হতে আকাশে মেঘ জমে। এর পরপরই দমকা হাওয়াসহ বৃষ্টি শুরু হয়।
এদিকে, আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে সোমবার রাজশাহীসহ উত্তরের বেশ কয়েকটি জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টি ও কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টি হতে পারে।
এর আগে ৩০ এপ্রিল (রোববার) রাজশাহীতে মৌসুমের প্রথম কালবৈশাখী আঘাত হানে। ঝড়ের সময় বাতাসের গতিবেগ ছিল ৯০ থেকে ৯৫ কিলোমিটার। এই ঝড়ে লণ্ডভণ্ড হয়ে যায় মহানগর ও আশপাশের এলাকা।
ওইদিন সন্ধ্যা ৭টা ৫ মিনিট থেকে ৭টা ১০ মিনিট পর্যন্ত এ কালবৈশাখীর স্থায়িত্ব ছিল। ঝড়ের সময় গরু আনতে গিয়ে গোদাগাড়ীর কাঁকনহাটে একজন নিহত হন। এছাড়া পদ্মায় নৌকাডুবিতে তিনজন নিখোঁজ হন। ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত অভিযান চালিয়েও কাউকে উদ্ধার করতে পারেনি। সন্ধ্যায় অভিযান স্থগিত করা হয়েছে।
বাংলাদেশ সময়: ২০১৭ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসএস/জিপি/এএ