সোমবার (০১ মে) বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও খাদ্যে বিষক্রিয়ায় ডাক্তার ও সেবিকা মৃত্যুর ঘটনায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া হাওরাঞ্চলে না গিয়ে ঢাকায় বসেই দুর্গতদের জন্য মায়াকান্না করছেন।
ডাক্তার ও সেবিকার অপমৃত্যুর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তিনি আরও বলেন, অনাকাঙ্খিত ও বেদনাদায়ক এ ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। এসব রিপোর্ট পাওয়ার পর মূল রহস্য উদঘাটন হবে।
এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ছাড়াও উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি/বিএস