ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

হাওর‍াঞ্চলের দুর্গতদের পাশে সরকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২২ ঘণ্টা, মে ১, ২০১৭
হাওর‍াঞ্চলের দুর্গতদের পাশে সরকার স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম

সিরাজগঞ্জ: ‘হাওর‍াঞ্চলের দুর্গতদের পাশে রয়েছে সরকার। এছাড়া দলীয় মন্ত্রী-এমপিসহ আওয়ামী লীগের নেতাকর্মীরা দুর্গতদের সার্বক্ষণিক খোঁজ-খবর নিচ্ছেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

সোমবার (০১ মে) বিকেলে কাজিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন ও খাদ্যে বিষক্রিয়ায় ডাক্তার ও সেবিকা মৃত্যুর ঘটনায় সর্বশেষ পরিস্থিতি নিয়ে কর্মকর্তাদের সঙ্গে আলোচনা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা জানান।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘বিএনপি নেত্রী খালেদা জিয়া হাওরাঞ্চলে না গিয়ে ঢাকায় বসেই দুর্গতদের জন্য মায়াকান্না করছেন।

তার হাওরের মানুষের দুর্দশা নিয়ে মায়াকান্না শোভা পায় না। তিনি প্রধানমন্ত্রী থাকাবস্থায় ৯১’র ভয়াবহ ঘূর্ণিঝড়ে নিহতের সংখ্যা নিয়ে সংসদে প্রশ্ন তোলা হয়েছিলো। তখন তিনি তাচ্ছিল্য করে বলেছিলেন, নিহতের সংখ্যা আরও বেশি হওয়া উচিত ছিলো’।

ডাক্তার ও সেবিকার অপমৃত্যুর ঘটনাটি দুঃখজনক উল্লেখ করে তিনি আরও বলেন, অনাকাঙ্খিত ও বেদনাদায়ক এ ঘটনার জন্য তদন্ত কমিটি গঠন করা হয়েছে। ভিসেরা পরীক্ষা করা হচ্ছে। এসব রিপোর্ট পাওয়ার পর মূল রহস্য উদঘাটন হবে।

এ সময় মন্ত্রীর সঙ্গে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকা ছাড়াও উপজেলা প্রশাসন ও স্বাস্থ্য বিভাগের কর্মকর্তারা এবং দলীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি/বিএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।