ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ভাগিনা তুষার হত্যায় মামার দায় স্বীকার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৮ ঘণ্টা, মে ১, ২০১৭
ভাগিনা তুষার হত্যায় মামার দায় স্বীকার

ঠাকুরগাঁও: ঠাকুরগাঁওয়ের রানীশংকৈলে মুনিষগাঁও গ্রামে আব্দুল কাফি তুষার (৩) নামে এক শিশুকে হত্যার দায় স্বীকার করেছেন মামাসহ অন্য আসামিরা।

সোমবার (০১ মে) সংবাদ সম্মেলনে পুলিশ সুপার ফারহাত আহমেদ বিষয়টি জানান। এ ঘটনায় নয় জনকে আটক করা হয়ে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

রোববার (৩০ এপ্রিল) ঠাকুরগাঁও নারী শিশু নির্যাতন দমন আইন আদালতের বিচারক ফারহানা আক্তার খানের কাছে আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন তুষারের মামা সেতু। পরে আদালত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সন্দেহে নয় জনকে জেল হাজতে পাঠায়।

আদালতের জবানবন্দি সূত্রে জানা যায়, শিশু তুষারের প্রতিবেশি চাচা রাজুর বিয়ের জন্য মোটা অংকের টাকার কারণে তুষারকে পরিকল্পিতভাবে বুধবার (২৬ এপ্রিল) অপহরণ করা হয়। এরআগে রাজু তুষারের মামা সেতু, চাচাতো ভাই শান্তসহ কয়েকজনের সঙ্গে টাকার চুক্তি করে। সেই মোতাবেক সেতু তার মা (তুষারের) নানীর মোবাইল চুরি করেন অপহরণের পর মুক্তিপণ দাবির জন্য। অপহরণের দিন সকালে প্রতিবেশী চাচা সিরাজুল ইসলামের বাড়িতে গিয়েছিল তুষার। ওই বাড়ি থেকে বের হওয়ার পর তুষারকে সিরাজুল ইসলামের ছেলে শান্তর (১৫) কোলে দেখা যায়। সেদিনই তুষারকে অপহরণ করা হয়। নিখোঁজের ঘণ্টা ছয়েক পর ওই চুরি হওয়া মুঠোফোন দিয়ে তুষারের বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন রাজু। পরে তুষারের বাবা মাসুদ রানা রানীশংকৈল থানায় অপহরণ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করেন। বিষয়টি টের পেয়ে অপহৃতরা শিশু তুষারকে চেতনা নাশক ওষুধ দিয়ে একটি বস্তায় ভরে হত্যার উদ্দেশ্যে অন্যস্থানে নিয়ে যায়। পরে একটি ঘরে রাজু, সেতু, শান্ত ও রিপনসহ গলা ও হাতের রগ কেটে হত্যা করে শিশু তুষারকে।

শুক্রবার (২৮ এপ্রিল) সকালে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলার মুনিষগাঁও গ্রামে শিশুটির লাশ বাড়ির পাশের একটি খড়ের গাদা থেকে উদ্ধার করে পুলিশ। পরে পুলিশ হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকা সন্দেহে মূলহোতাসহ নয় জনকে আটক করে।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার দেওয়ান লালন আহম্মেদ, রানীশংকৈল থানার সার্কেল এসপি মো. হাসিব, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মশিউর রহমান, ওসি তদন্ত মান্নান ও সাংবাদিকবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৯৩১ ঘণ্টা, মে ০১, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।