সোমবার (১ মে) সকালের দিকে এ ঘটনা ঘটে। পরে দুপুরে তাকে আটক করা হয়।
দিনাজপুর খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজেবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে ওই গ্রামের তৃতীয় শ্রেণিতে পড়ুয়া এক শিশুকে ভুট্টা ক্ষেতে ডেকে নিয়ে শ্লীতাহানি করেন শমসেদ। শিশুটি বাড়িতে গিয়ে অসুস্থ হয়ে পড়লে তাকে দুপুরে দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় বিকেলে উপজেলা প্রশাসন অভিযান চালিয়ে অভিযুক্ত শমসেদ আলীকে আটক করে থানায় সোপর্দ করে। এ ঘটনায় মামলার প্রস্ততি চলছে বলেও জানান সাজেবুর।
বাংলাদেশ সময়: ২০৩৯ ঘণ্টা, মে ০১, ২০১৭
আরআইএস/এএ