ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে তিন বছরের শিশু ধর্ষিত

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৪৬ ঘণ্টা, মে ১, ২০১৭
ময়মনসিংহে তিন বছরের শিশু ধর্ষিত

ময়মনসিংহ: ময়মনসিংহের চুরখাই এলাকায় তিন বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। শিশুটির পরিবারের অভিযোগ, প্রতিবেশী শামছুদ্দিন (৬০) নামে এক বৃদ্ধ শিশুটিকে ধর্ষণ করেছে।

সোমবার (০১ মে) সকালে ময়মনসিংহ শহরতলী এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

ধর্ষিত শিশুটির পিতা জানান, সকাল ৯টার দিকে চকোলেট দেবার প্রলোভন দেখিয়ে ধর্ষক শামছুদ্দিন শিশুটিকে ডেকে নিয়ে যায়।

পরে তাকে ধর্ষণ করে। এ সময় শিশুটির চিৎকারে আশপাশের লোকজন গিয়ে তাকে উদ্ধার করেন।

এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান কোতোয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম।

বাংলাদেশ সময়: ২০৪২ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএএএম/এমজেএফ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।