সড়কবাতি লাগানোর কাজের উদ্বোধনী অনুষ্ঠান
ঢাকা: রাজধানীর মোহাম্মদপুর উদ্যান আবাসিক এলাকায় ১ কোটি ৬৫ লাখ টাকার সড়কবাতি স্থাপন করা হচ্ছে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অঞ্চল ৫ এর আওতাধীন ৩৩ নং ওয়ার্ডে সড়কবাতি লাগানোর কাজের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য জাহাঙ্গীর কবির নানক।
সোমবার (০১ মে) ওয়ার্ড কাউন্সিলর তারিকুজ্জামান রাজিবের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ডিএনসিসি’র আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা এস এম অজিয়র রহমান।
ডিএনসিসি’র মেয়র আনিসুল হকের সহযোগিতায় উত্তরের প্রতিটি এলাকায় এলইডি বাতি স্থাপন করা হবে।
তারই অংশ হিসেবে উদ্যান আবাসিক এলাকায় নতুন এই সড়কবাতি স্থাপন করা হলো।
বাংলাদেশ সময়: ২০১৯ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসএম/এমজেএফ
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।