ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

শ্রীমঙ্গলে ১০ হাজার চা শ্রমিকের সমাবেশ

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০০ ঘণ্টা, মে ১, ২০১৭
শ্রীমঙ্গলে ১০ হাজার চা শ্রমিকের সমাবেশ চা শ্রমিকের সমাবেশ

মৌলভীবাজার: মে দিবস উপলক্ষে চায়ের রাজধানী শ্রীমঙ্গলে প্রায় ১০ হাজার চা শ্রমিকের সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নে উদ্যোগে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। 

সোমবার (০১ মে) বিকেল ৪টায় ভাড়াউড়া চা বাগানের নাটমন্দিরের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।  
 
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি প্রমুখ।

 
 
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি বিজয় হাজরা।  
 
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি, মনু-দলাই ভ্যালি, লংলা ভ্যালি এবং জুড়ি ভ্যালির চা বাগানগুলো প্রায় ১০ হাজার চা শ্রমিক সমাবেশে যোগদান করেন। চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং অধিকার সম্পর্কে আলোচনা করা হয়।  
 
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।