সোমবার (০১ মে) বিকেল ৪টায় ভাড়াউড়া চা বাগানের নাটমন্দিরের এই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগ কেন্দ্রীয় সংসদের নির্বাহী সদস্য এবং কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক রফিকুর ইসলাম, শ্রীমঙ্গল উপজেলা পরিষদের চেয়ারম্যান রণধীর কুমার দেব, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রামভজন কৈরি প্রমুখ।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বালিশিরা ভ্যালি কার্যকরী পরিষদের সভাপতি বিজয় হাজরা।
বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের বালিশিরা ভ্যালি, মনু-দলাই ভ্যালি, লংলা ভ্যালি এবং জুড়ি ভ্যালির চা বাগানগুলো প্রায় ১০ হাজার চা শ্রমিক সমাবেশে যোগদান করেন। চা শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া এবং অধিকার সম্পর্কে আলোচনা করা হয়।
বাংলাদেশ সময়: ২২৫৮ ঘণ্টা, মে ০১, ২০১৭
এসএনএস