সোমবার (০১ মে) সকালে নগরীর টাউন হল মোড় থেকে জেলা প্রশাসনের আয়োজনে এ র্যালিটি বের হয়।
র্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। র্যালিতে প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।
পরে জেলা শিল্পকলা একাডেমিতে মে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএএএম/এসএনএস