ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ময়মনসিংহে মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭০৬ ঘণ্টা, মে ১, ২০১৭
ময়মনসিংহে মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি  মে দিবসে বর্ণাঢ্য র‌্যালি

ময়মনসিংহ: মহান মে দিবস উপলে ময়মনসিংহে বর্ণাঢ্য র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০১ মে) সকালে নগরীর টাউন হল মোড় থেকে জেলা প্রশাসনের আয়োজনে এ র‌্যালিটি বের হয়।

র‌্যালিটি নগরীর প্রধান প্রধান সড়ক ঘুরে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়।

এ র‌্যালির উদ্বোধন করেন ধর্মমন্ত্রী প্রিন্সিপাল মতিউর রহমান।

এসময় উপস্থিত ছিলেন- বিভাগীয় কমিশনার জি এম সালেহ উদ্দিন, রেঞ্জ ডিআইজি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, জেলা পরিষদের প্রশাসক অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা প্রশাসক খলিলুর রহমান, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম প্রমুখ। র‌্যালিতে প্রশাসনের কর্মকর্তারাসহ বিভিন্ন শ্রমিক সংগঠন অংশ নেয়।

পরে জেলা শিল্পকলা একাডেমিতে মে দিবসের তাৎপর্য তুলে ধরে এক আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।  

বাংলাদেশ সময়: ২৩০৪ ঘণ্টা, মে ০১, ২০১৭ 
এমএএএম/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।