ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বৃষ্টি-বজ্রপাতে রাজধানীজুড়ে ভোগান্তি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, মে ১, ২০১৭
বৃষ্টি-বজ্রপাতে রাজধানীজুড়ে ভোগান্তি বৃষ্টি-বজ্রপাতে রাজধানীজুড়ে ভোগান্তি / ছবি: শাকিল আহমেদ

ঢাকা: গত কয়েক দিনের প্রচণ্ড গরমে হাঁসফাঁস করা নগরবাসীর কামনা ছিলো বৃষ্টি। সেই কাঙ্ক্ষিত বৃষ্টিই এখন ভোগান্তির কারণ। গত দুই দিন ধরে সন্ধ্যার পর থেকে প্রচণ্ড বৃষ্টি হওয়ায় বিপাকে পড়েছে মানুষ।

সোমবার (৩০ এপ্রিল) সন্ধ্যার পর থেকেই ঢাকায় ভারী বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির কারণে রাজধানীর প্রায় সব রাস্তায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

এর ফলে চলাফেরা করতে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে সবার।  
 
এদিন রাত ৮টার পর থেকে রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, ব্যাপক ভোগান্তিতে পড়েছে মে দিবসের ছুটিতে বেড়াতে বের হওয়া মানুষজন।  

এছাড়া রাজধানীর বাড্ডা, রামপুরা, মালিবাগ, খিলগাঁও, মৌচাক, শান্তিনগর, বেইলী রোড, কাকরাইল ও পল্টনসহ বিভিন্ন এলাকায় বৃষ্টির পানি জমে হাঁটুসমান পানি জমেছে। রাস্তার গর্ত বা ঢাকনা ছাড়া ম্যানহোলগুলো পরিণত হয়েছে মরণফাঁদে। বড় গাড়ি থেকে শুরু করে রিকশা, ভ্যান ঝুঁকি নিয়ে চলাচল করছে। আবার জলাবদ্ধতার কারণে বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয় অসহনীয় যানজট।
 
বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে দেখা গেছে, গণপরিবহন নেই বলেই চলে। কিছু কিছু এলাকায় রিকশা মিললেও গুনতে হচ্ছে মাত্রা অতিরিক্ত ভাড়া।
  
রাস্তায় পানি জমে দেখতে না পাওয়ায় অনেকেই গর্তের মধ্যে পড়ে যেতে দেখা গেছে।
 
মোজাহিদ নামে এক পথচারী বাংলানিউজকে বলেন, সারা বছর দুই সিটি করপোরেশন রাস্তায় বিভিন্ন কাজ করে। ওয়াসা রাস্তা খুঁড়ে রাখে, ফলে বৃষ্টি হলেই জলাবদ্ধতার সৃষ্টি হয়।  
 
এদিকে, রাজধানীর মিরপুর এলাকায়ও বৃষ্টির কারণে হাঁটু পর্যন্ত পানি জমে গেছে রাস্তায়। এর ফলে সৃষ্টি হয়েছে চরম যানজটের।
 
মিরপুর ১৩ নম্বরের বাসিন্দা মুজিবুর রহমান বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর বৃষ্টির কারণে দুই ঘণ্টা ধরে রাস্তায় দাঁড়িয়ে আছি। সারা রাস্তায় পানি আর অন্যদিকে যানজট। এই অবস্থা হলে নগরবাসী কীভাবে বসবাস করবে।
  
বৃষ্টির মাত্রা সম্পর্কে বাংলাদেশ আবওয়া অধিদপ্তরের আবওয়াবিদ বদরুল রশীদ বাংলানিউজকে বলেন, সন্ধ্যার পর থেকে রাজধানীতে ১২ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আগামী দুই দিনও রাজধানীত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
 
বাংলাদেশ: ২৩৫১ ঘণ্টা, মে ০১, ২০১৭
এমএ/এসএনএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।