সোমবার (০১ মে) দুপুরে আদালত এ আদেশ দেন।
কিবরিয়া খান বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পশ্চিম কৃষ্ণনগড় গ্রামের মৃত সিদ্দিকুর রহমানের ছেলে।
পুলিশ সুত্রে জানা যায়, ২০১৫ সালের ২৯ মে বিকেলে নলছিটি থানাধীন বিশখালি নদীর ইসলামপুর এলাকায় পুলিশ পরিচয়ে লঞ্চ থামিয়ে ডাকাতির ঘটনা ঘটে। ওই সময় ডাকাতরা লঞ্চযাত্রী ব্যবসায়ী বাদশা হাওলাদারের চোখ ও হাত বেঁধে ১০ লাখ টাকা নিয়ে ট্রলারযোগে পালিয়ে যান। এ ঘটনার সঙ্গে কিবরিয়া খান জড়িত বলে জানতে পারে পুলিশ। পরে রোববার (৩০ এপ্রিল) গভীর রাতে বরিশাল জেলার বাকেরগঞ্জ উপজেলার চামটা গ্রাম থেকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপারেশন একেএম সুলতান মাহামুদ বাংলানিউজকে জানান, ওই মামলায় সমীরকে গ্রেফতার করে আজ আদালতের নিকট সোপর্দ করে পাঁচ দিনের রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রিমান্ড মঞ্জুর করেন।
কিবরিয়া খান পুলিশে চাকরিরত অবস্থায় ছিনতাইকালে হাতেনাতে ধরা পড়ে যাওয়ায় চাকরি হারান বলেও জানান ওসি।
বাংলাদেশ সময়: ০১৩৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএস/এমএ/এসএনএস