ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

বিএমআরএ কমিটি, সভাপতি জাহাঙ্গীর-সাধারণ সম্পাদক আজিজুল 

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০০৪ ঘণ্টা, মে ১, ২০১৭
বিএমআরএ কমিটি, সভাপতি জাহাঙ্গীর-সাধারণ সম্পাদক আজিজুল  বিএমআরএ কমিটি

ঢাকা: আনন্দঘন পরিবেশে বাংলাদেশ মেডিকেল রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএমআরএ) নির্বাচন (২০১৭-১৮) অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার (০১ এপ্রিল) রাতে ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) অস্থায়ী কার্যালয়ে কণ্ঠ ভোটে সভাপতি নির্বাচিত হন জাহাঙ্গীর হোসেন বাবু (ইত্তেফাক) ও সাধারণ সম্পাদক আজিজুল হাকিম (নয়া দিগন্ত)।  

মোট ১৩ সদস্য বিশিষ্ট কমিটির অন্যরা হলেন- সিনিয়র সহ-সভাপতি মোক্তার হোসেন (সমকাল), সহ-সভাপতি আল আমিন (এনটিভি), যুগ্ম সম্পাদক আবাদুজ্জামান শিমুল (বাংলানিউজ), অর্থ সম্পাদক সোহেল রানা (চ্যানেল ২৪), সাংগঠনিক সম্পাদক ইকবাল কবির (সিটিজি সংবাদ), ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আলতাফ হোসেন মিন্টু (কালের কণ্ঠ), দপ্তর ও প্রচার সম্পাদক মোস্তফিজুর রহমান (আমাদের সময়.কম)।

 

কার্যনির্বাহী সদস্যরা হলেন- আজিমুদ্দিন চৌধুরী বুলবুল (প্রথম আলো), আমিনুল ইসলাম বাবু (৭১ টিভি), শফিক আহমেদ (ইন্ডিপেন্ডেন্ট) ও ইকবাল হোসেন রতন (প্রথম আলো)।

সাংবাদিক আবুল খায়ের, এস এম আবুল হোসেন, পারভেজ খান, আখতারুজ্জামান লাবলু ও শহীদুল ইসলামকে উপদেষ্টা হিসেবে নির্বাচিত করা হয়েছে। নির্বাচন পরিচালনা করেন- এস এম আবুল হোসেন, শহীদুল ইসলাম ও হালিম মোহাম্মদ।

বাংলাদেশ সময়: ০১৫৯ ঘণ্টা, মে ০২, ২০১৭
এজেডএস/এসএনএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।