সোমবার (০১ মে) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে তাকে আটক করা হয়।
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদ ভিত্তিতে রোববার রাতেই তুমুল বৃষ্টির মধ্যে লাউয়াছড়াতে অবস্থান নিই।
আটক জোনায়েদকে মৌলভীবাজার কোর্টে চালান করা হয়েছে বলেও তিনি জানান।
মৌলভীবাজার রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, কুখ্যাত গাছচোর রুমান দীর্ঘদিন থেকে লাউয়াছড়ায় সেগুন গাছ চুরির সঙ্গে জড়িত। তিনি সিলেট ও মৌলভীবাজারের অসংখ্য ঠিকাদারদের সেগুন কাঠ দেবে বলে অগ্রিম টাকা বায়না নিয়েছেন।
বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএ/এসএনএস