ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

লাউয়াছড়ায় গাছচোর আটক 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১০৭ ঘণ্টা, মে ১, ২০১৭
লাউয়াছড়ায় গাছচোর আটক  লাউয়াছড়ায় গাছচোর আটক-ছবি-বাংলানিউজ

মৌলভীবাজার: মৌলভীবাজারের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে জোনায়েদ নামে এক গাছচোরকে আটক করা হয়েছে। এসময় তারা কাছ থেকে ৬৫ ঘনফুট মূল্যবান সেগুনকাঠ জব্দ করা হয়।

সোমবার (০১ মে) ভোর সাড়ে ৫টায় গোপন সংবাদের ভিত্তিতে লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে তাকে আটক করা হয়।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) তবিবুর রহমান বাংলানিউজকে বলেন, গোপন সংবাদ ভিত্তিতে রোববার রাতেই তুমুল বৃষ্টির মধ্যে লাউয়াছড়াতে অবস্থান নিই।

কুখ্যাত গাছচোর রুমানের নেতৃত্বে সেলিম, মিল্লাদ, জোনায়েদ রাত ১১টায় লাউয়াছড়া বনে সেগুনগাছ কাটার উদ্দেশ্যে প্রবেশ করে। আমাদের উপস্থিতি টের পেয়ে অন্যরা পালিয়ে যায়। অবশেষে সোমবার ভোরে রুমান গ্রুপের অন্যতম সহযোগী জোনায়েদকে ‍আটক করতে সক্ষম হই।

আটক জোনায়েদকে মৌলভীবাজার কোর্টে চালান করা হয়েছে বলেও তিনি জানান।

মৌলভীবাজার রেঞ্জ অফিস সূত্রে জানা যায়, কুখ্যাত গাছচোর রুমান দীর্ঘদিন থেকে লাউয়াছড়ায় সেগুন গাছ চুরির সঙ্গে জড়িত। তিনি সিলেট ও মৌলভীবাজারের অসংখ্য ঠিকাদারদের সেগুন কাঠ দেবে বলে অগ্রিম টাকা বায়না নিয়েছেন।  

বাংলাদেশ সময়: ০৩০৫ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএ/এসএনএস 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।