সোমবার (০১ মে) এ ঘটনায় ডোমার থানায় মামলা দায়ের করা হয়েছে।
আটক গিয়াস উদ্দিন গোপালগঞ্জ জেলার কলপুর গ্রামের এস.এম শেফায়েত হোসেনের ছেলে।
বিজিবি সূত্রে জানা যায়, রোববার দিনরাত ২টার সময় ৭৮০ সীমান্ত পিলারের ১০০ গজ বাংলাদেশ সীমান্তের অভ্যন্তর থেকে তাকে আটক করা হয়।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, টহলরত বিজিবির দল তাকে সীমান্ত পিলারের কাছ থেকে আটক করে। সোমবার দুপুরে তাকে ডোমার থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে ১৯৭৩ সালের পাসপোর্ট আদেশের ১১(১) ক ধারায় মামলা হয়েছে।
বাংলাদেশ সময়: ৪১০ ঘণ্টা, মে ০২, ২০১৭
এমএ/এসএনএস