ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

চট্টগ্রামে ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট!

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩২৬ ঘণ্টা, মে ২, ২০১৭
চট্টগ্রামে ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট! চট্টগ্রামে ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট!-ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজ

চট্টগ্রাম থেকে: দেখতে ঢাউস সাইজের অ্যাম্বুলেন্সের মতো। ভেতরে উঁকি দিতেই মনো হলো ঠিক যেনো ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট।

রোগীর বেডের পাশে পোর্টেবল ভেন্টিলেটর, ডিফিব্রিলেটর মেশিন, সিরিঞ্জ পাম্প, কার্ডিয়াক মনিটর লাইন করে বসানো। ড্রাইভার ও রোগীর বেডের মাঝে ছোট্ট একটি সেলফ।

তাতে থরে থরে সাজানো নানান জাতের ওষুধ। ঠিক যেনো মিনি ফার্মেসি।

এতোসব আধুনিক যন্ত্রপাতির পাশাপাশি এ অ্যাম্বুলেন্সটিতে থাকছেন একজন কার্ডিয়াক স্পেশালিস্ট ডাক্তার ও নার্স। লক্ষ্য অ্যাম্বুলেন্সে উঠতেই রোগীর চিকি‍ৎসা শুরু করা। যাতে একটি মিনিটও বিনা চিকিৎসায় পড়ে না থাকেন কোনো রোগী। চট্টগ্রামে ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট!-ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজ
 
চিফ কনসালট্যান্ট ডা. এএম শফিক বাংলানিউজকে জানান, কার্ডিয়াক রোগীর ক্ষেত্রে প্রতিটা সেকেন্ড গুরুত্বপূর্ণ। এখানে লাইফ কাউন্ট ইন সেকেন্ড, নট মিনিট। আমরা জীবন দিতে পারি না। তবে এভরি মোমেন্ট চিকিৎসা দিয়ে থাকি। মুহূর্তেই বদলে যেতে পারে কার্ডিয়াক রোগীর পরিস্থিতি। এক মিনিটের বিলম্বের কারণে ঘটতে পারে মারাত্মক কিছু।

চট্টগ্রামে এ সেবা নিয়ে সংযোজন করেছে এএফসি হেলথ ফরটিস এসকর্টস্ হার্ট ইনস্টিটিউট। ওআর নিজাম রোডে অবস্থিত এএফসি হেলথ ফরটিস এসকর্টস্ হার্ট ইনস্টিটিউটে এনজিওপ্লাস্ট, প্রাইমারি পিসিআই এবং ওপেনহার্ট সার্জারিসহ হার্টের সব ধরনের অপারেশন ও অত্যাধুনিক চিকিৎসা সেবা পাওয়া যাচ্ছে। যা অনেক ক্ষেত্রেই চট্টগ্রামের চিকিৎসা সেবার ক্ষেত্রে নতুন সংযোজন।

এতোদিন এসবের অনেক সেবাই অনুপস্থিত ছিলো চট্টগ্রামে। এসব চিকিৎসার জন্য পৌনে তিনশ’ কিলোমিটার পথ পাড়ি দিয়ে রাজধানী ঢাকায় আসতে হতো রোগীদের। যে কারণে পথেই অনেকে মৃত্যুর কোলে ঢলে পড়তেন। চট্টগ্রামে কিছু কিছু সেবা পাওয়া গেলেও সেগুলো বেশিরভাগই পুরনো প্রযুক্তি নির্ভর। চট্টগ্রামে ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট!-ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজ
ফোন দিলে আপনার বাড়িতে পৌঁছে যাবে ভ্রাম্যমাণ মেডিকেল ইউনিটটি। অ্যাম্বুলেন্সে রোগী তোলার সঙ্গে সঙ্গে শুরু হয়ে যাবে চিকিৎসা। যাতে মূল্যবান একটি সেকেন্ডও নষ্ট না হয়। বর্তমানে এ সেবা চট্টগ্রাম নগরীর মধ্যে সীমাবদ্ধ থাকছে।

ভবিষ্যতে সম্প্রসারণ করার পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে এএফসি হেলথ কর্তৃপক্ষ। আর এর খরচও হাতের নাগালে। ওষুধের বিল ছাড়া মাত্র পনেরশ’ টাকায় এ সেবা দিচ্ছে। তবে এ অ্যাম্বুলেন্স সেবা পাওয়া যাবে শুধুমাত্র এএফসি হেলথ ফরটিস এসকর্টস্ ইনস্টিটিউটে ভর্তির ক্ষেত্রে।
 
ফরটিস একটি বহুজাতিক প্রতিষ্ঠান। শুধু ভারতেই যাদের ৬৬টি শাখা রয়েছে। এছাড়া শ্রীলংকা, মালয়েশিয়া ও মালদ্বীপে তাদের বেশ কিছু শাখা রয়েছে বলে জানা গেছে। ফরটিসের সঙ্গে চুক্তির আওতায় দেশীয় কোম্পানি এএফসি (অ্যাকটিভ ফাইন কেমিক্যাল) হেলথ লিমিটেড খুলনার সোনাডাঙ্গায় প্রথম হাসপাতালটির কার্যক্রম শুরু করেন। চট্টগ্রামে ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট!-ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজ
খুলনার সফলতার পর সম্প্রতি চট্টগ্রামে এ সেবা সম্প্রসারণ করেছে। এরপর কুমিল্লা, সিলেট ও বগুড়ায় ফরটিস এসকর্টস হার্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার কাজ চলমান রয়েছে বলে জানা গেছে।

ফরটিস কর্তৃপক্ষ দিল্লী থেকে অনলাইনে মনিটরিং ও ব্যবস্থাপত্র দেওয়ার পাশাপাশি একজন কোয়ালিটি কন্ট্রোলার নিয়োগ দিয়েছেন। যার প্রধান কাজ হচ্ছে হাসপাতালে থেকে সার্বক্ষণিক সেবা ও মান নিয়ন্ত্রণ করা। এখানে হৃদরোগের পাশাপাশি কিডনির বিভিন্ন পরীক্ষা ও ডায়ালাইসিস করানো হচ্ছে। চট্টগ্রামে ভ্রাম্যমাণ কার্ডিয়াক ইউনিট!-ছবি: সোহেল সরওয়ার-বাংলানিউজ
ভারতের ফিল্ম ইন্ডাস্ট্রির লোকদের প্রথম পছন্দ ফরটিস। হাসপাতালটি শতবর্ষী বৃদ্ধার শরীরে সফল এনজিওপ্লাস্ট করে চিকিৎসকদের কাছেই বিস্ময় হিসেবে আর্বিভূত হয়েছে। হট লাইন ০১৯৩৩২২৬৬৬৬।
 
বাংলাদেশ সময়: ০৯২৩ ঘণ্টা, মে ০২, ২০১৭
এসআই/জেডএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।