ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেল করায় ট্রেনের সামনে ঝাঁপ, বাঁচাতে গিয়ে মৃত্যু খালারও

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২২৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
ফেল করায় ট্রেনের সামনে ঝাঁপ, বাঁচাতে গিয়ে মৃত্যু খালারও

জামালপুর: এবারের এসএসসি পরীক্ষায় ফেল করায় ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে এক ছাত্রী আত্মহনন করেছে। এসময় তাকে বাঁচাতে গিয়ে ট্রেনে কাটা পড়ে প্রাণ হারিয়েছেন তার অন্তঃসত্ত্বা খালা।

হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার টংগের অালগা এলাকায়।

বৃহস্পতিবার (৪ মে) দুপুরে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ফল প্রকাশের পর ঢাকাগামী তিস্তা ট্রেনের সামনে ঝাঁপ দেয় শারমিন অাক্তার (১৬) নামে এক শিক্ষার্থী।

এসময় তাকে বাঁচাতে গিয়ে তার খালা সুখতারা বেগম (২৫) ট্রেনে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই খালা-ভাগ্নির সঙ্গে অনাগত শিশুটিরও মৃত্যু হয়। সুখতারা একই উপজেলার পাথর্শী গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুরের হাড়িয়াবাড়ী গ্রামের অাব্দুস সালামের মেয়ে শারমিন স্থানীয় খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। দুপুরে ফল প্রকাশের পর শারমিন জানতে পারে যে সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর শারমিন দৌড়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এসময় তাকে বাঁচাতে পেছন পেছন দৌড়ে যান অন্তঃসত্ত্বা সুখতারা। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঝরে যায় তিনটি প্রাণ।
 
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই অালম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।