হৃদয় বিদারক এ ঘটনা ঘটেছে জামালপুরের ইসলামপুর উপজেলার টংগের অালগা এলাকায়।
বৃহস্পতিবার (৪ মে) দুপুরে দেশব্যাপী এসএসসি ও সমমানের পরীক্ষার ফল ফল প্রকাশের পর ঢাকাগামী তিস্তা ট্রেনের সামনে ঝাঁপ দেয় শারমিন অাক্তার (১৬) নামে এক শিক্ষার্থী।
স্থানীয় সূত্রে জানা যায়, ইসলামপুরের হাড়িয়াবাড়ী গ্রামের অাব্দুস সালামের মেয়ে শারমিন স্থানীয় খালেদ মোশারফ উচ্চ বালিকা বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষা দিয়েছিল। দুপুরে ফল প্রকাশের পর শারমিন জানতে পারে যে সে পরীক্ষায় অকৃতকার্য হয়েছে। এরপর শারমিন দৌড়ে চলন্ত ট্রেনের সামনে ঝাঁপ দেয়। এসময় তাকে বাঁচাতে পেছন পেছন দৌড়ে যান অন্তঃসত্ত্বা সুখতারা। একপর্যায়ে ট্রেনে কাটা পড়ে ঝরে যায় তিনটি প্রাণ।
ইসলামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দ্বীন-ই অালম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ১৮২৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই