ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

আশুলিয়ায় অপহরণের ৫ দিন পর নারী উদ্ধার

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
আশুলিয়ায় অপহরণের ৫ দিন পর নারী উদ্ধার

আশুলিয়া, সাভার: অপহরণের পাঁচ দিন পর আশুলিয়ার পানধোয়া এলাকা থেকে মমতাজ নামে এক নারীকে উদ্ধার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) সদস্যরা। এসময় সন্দেহভাজন এক ব্যক্তিকে আটক করা হয়।

বৃহস্পতিবার (৪ মে) বিকেল ৫টার দিকে পানধোয়া এলাকার আসাদ মিয়ার বাসা থেকে তাকে উদ্ধার করা হয়।

র‌্যাব-৪ এর কোম্পানি কমান্ডার মেজর আব্দুল হাকিম বাংলানিউজকে জানান, প্রেমের ফাঁদে ফেলে ২৯ এপ্রিল চট্টগ্রামের অক্সিজেন মোড় থেকে মমতাকে অপহরণ করে কয়েকজন অপহরণকারী।

পরে তাকে আশুলিয়ার পানধোয়া এলাকায় একটি ভাড়া বাসায় আটকে রেখে তার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে তারা। এ ঘটনায় অপহৃতার ভাই বায়েজীদ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। পরে বৃহস্পতিবার বিকেলে র‌্যাব অভিযান চালিয়ে পানধোয়া এলাকার ভাড়া বাসা থেকে সন্দেহভাজন ব্যক্তিসহ মমতাকে উদ্ধার করে।

তিনি আরও জানান, এটা একটি চক্রেরা কাজ। তারা দেশের বিভিন্ন স্থান থেকে নারী-পুরুষদের ফাঁদে ফেলে অপহরণ করে নিয়ে আসেন। পরে তাদের পরিবারের কাছে বিভিন্ন অংকের মুক্তিপণ দাবি করেন। চক্রটির বাকি সদস্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।

বাংলাদেশ সময়: ১৮৩৭ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।