ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মৌলভীবাজারে পাসের হার ৭৬ দশমিক ১০ শতাংশ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, মে ৪, ২০১৭
মৌলভীবাজারে পাসের হার ৭৬ দশমিক ১০ শতাংশ মৌলভীবাজারে পাসের হার ৭৬ দশমিক ১০ শতাংশ

মৌলভীবাজার: মৌলভীবাজার জেলায় এবার এসএসসি পরীক্ষায় পাসের হার ৭৬ দশমিক ১০ শতাংশ। জেলায় ২০ হাজার ৭৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১৫ হাজার ৭৯৪ জন। জিপিএ-৫ পেয়েছে ৫৯২ জন শিক্ষার্থী।

জেলার বিএএফ শাহিন স্কুল অ্যান্ড কলেজ, বেড়কুড়ি উচ্চ বিদ্যালয়, আলহাজ্ব মুক্তাদির একাডেমী, রাজনগর আইডিয়াল হাইস্কুল ও বড়লেখার আর কে লাইসিয়াম উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থীরা শতভাগ উত্তীর্ণ হয়েছে।

এদিকে, মাদ্রাসায় ২ হাজার ৮০০ পরীক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছেন এক হাজার ৯৪৩জন।

জিপিএ-৫ পেয়েছে মাত্র এক জন শিক্ষার্থী।

মৌলভীবাজার জেলা শিক্ষা অফিসার আব্দুল ওয়াদুদ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৮৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।