ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

রাবির আইবিএস অফিসে আগুন লেগে সাত ফাইল পুড়ে ছাই

রাবি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩০ ঘণ্টা, মে ৪, ২০১৭
রাবির আইবিএস অফিসে আগুন লেগে সাত ফাইল পুড়ে ছাই রাবির আইবিএস অফিসে আগুন লেগে সাত ফাইল পুড়ে ছাই

রাবি (রাজশাহী): রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইনস্টিটিউট অব বাংলাদেশ স্টাডিজ (আইবিএস) এর ডরমেটরিতে আগুন লেগে গুরুত্বপূর্ণ সাত-আটটি ফাইল পুড়ে গেছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর ২টার দিকে এ ঘটনা ঘটে।

আইবিএস কর্মকর্তারা বাংলানিউজকে জানান, দুপুরে অফিস কক্ষ তালাবদ্ধ ছিল।

এসময় হঠাৎ বাইরে থেকে কক্ষে আগুনের কুণ্ডলী ও ধোঁয়া বের হতে দেখা যায়। দ্রুত ডরমেটরির বিদ্যুতের প্রধান লাইন বন্ধ করে কর্মকর্তা-কর্মচারীরা প্রায় আধাঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন। আগুনে অফিস কক্ষের তেমন ক্ষতি না হলেও গবেষকদের বিভিন্ন তথ্য থাকা সাত-আটটি ফাইল পুড়ে গেছে। সেখানে গবেষকদের বিভিন্ন তথ্য, অর্থনৈতিক হিসাবসহ গুরুত্বপূর্ণ নথি ছিল।

মাল্টিপ্লাগে ত্রুটির কারণে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে অগুন লাগতে পরে বলে ধারণা তাদের।  

নগরীর মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ন কবীর বাংলানিউজকে বলেন, দুর্বৃত্তরা আইবিএস ভবনের একটি কক্ষে আগুন দিয়েছে- এমন খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। তবে ঘটনাস্থলে গিয়ে বাইরে থেকে আগুন দেয়ার কোনো আলামত মেলেনি। বৈদ্যুতিক যন্ত্রপাতির ত্রুটি থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। কর্তৃপক্ষ বিষয়টি খতিয়ে দেখবে বলে আমাদের জানিয়েছে।

তবে পুড়ে যাওয়া ফাইলগুলো ‘গুরুত্বপূর্ণ নয়’ দাবি করে আইবিএস পরিচালক অধ্যাপক ড. স্বরোচিষ সরকার বলেন, গবেষকরা কে কবে, কখন আসেন ও চলে যান এবং তাদের অর্থনৈতিক হিসাবের বিভিন্ন নথি পুড়ে গেছে।

ডরমেটরির ওয়ার্ডেনকে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার নির্দেশনা দেয়া হয়েছে বলেও জানান তিনি।

বাংলাদেশ সময়: ১৯২৮ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।