ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

মেহেরপুরে জুনের শেষে আম সংগ্রহের সময় বেধে দিলেন প্রশাসন

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৩৬ ঘণ্টা, মে ৪, ২০১৭
মেহেরপুরে জুনের শেষে আম সংগ্রহের সময় বেধে দিলেন প্রশাসন মেহেরপুরে জুনের শেষে আম সংগ্রহের সময় বেধে দিলেন প্রশাসন-ছবি: বাংলানিউজ

মেহেরপুর: কেমিক্যাল মুক্ত আম বাজারজাত করার বিষয়টি নিশ্চিত করতে মেহেরপুরের তিন উপজেলার চাষিদের জুনের শেষে আম সংগ্রহের সময় বেধে দিয়েছে জেলা প্রশাসন।

বৃহস্পতিবার (৪ মে) দুপুর সাড়ে ১২টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় এ সময় বেধে দেয়া হয়।

জেলা প্রশাসক পরিমল সিংহের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সরফউদ্দীন।

সভায় কেমিক্যাল মুক্ত আম উৎপাদনের কলা কৌশলের ওপর আলোচনা করা হয়।

সভা থেকে গোপালভোগ ১৫ মে, হিমসাগর ২০ মে, ল্যাংড়া ৩০ মে ও আম্রপালি জুনের শেষ সপ্তাহ থেকে সংগ্রহের সময় বেধে দেয়া হয়। এছাড়া ক্ষতিকারক রাসায়নিক দ্রব্য দিয়ে কেউ যাতে আম বাজারজাত না করতে পারে সে বিষয়ে কঠোর পদক্ষেপ নেয়া হবে বলেও জানান জেলা প্রশাসক পরিমল সিংহ।

এসময় উপস্থিত ছিলেন-পুলিশ সুপার আনিছুর রহমান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক এস এম মোস্তাফিজুর রহমান, জেলা প্রশিক্ষণ অফিসার স্বপন কুমার খাঁ ও সদর উপজেলা কৃষি কর্মকর্তা এ কে এম কামরুজ্জামানসহ চাষি ও ব্যবসায়ীরা।

এদিকে, একই সময়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে গাংনী উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সম্মেলন কক্ষে আম চাষি ও ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেন উপজেলা প্রশাসন ও কৃষি অফিস যৌথভাবে।

এসময় ইউএনও আরিফ উজ জামান, কৃষি অফিসার রইচ উদ্দীন, গাংনী উপজেলা প্রেসক্লাবের সভাপতি আমিরুল ইসলামসহ আম চাষি ও ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৯৩৫ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।