বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের একবট এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটক তিন যুবক হলেন- ডোমার পৌরসভার কাজিপাড়ার মিজানুর রহমান (৩৬), একই গ্রামের শাহানুর ইসলাম তপু (৩৮) এবং ছোটরাউতার গুদামপাড়া গ্রামের হযরত আলী (৩৫)।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদ আলী বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে উপজেলার পাঙ্গামুটুকপুর ইউনিয়নের একবট এলাকায় অভিযান চালানো হয়। এসময় ৯০ পিস ইয়াবা ও দুই গ্রাম হেরোইনসহ তিন যুবককে আটক করা হয়।
তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৯৩৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি