ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

ফেনীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে মা-মেয়ে নিহত

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, মে ৪, ২০১৭
ফেনীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাস সংঘর্ষে মা-মেয়ে নিহত

ফেনী: ফেনীতে কাভার্ডভ্যান-মাইক্রোবাসের সংঘর্ষে মা-মেয়ে নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরো তিনজন।

বৃহস্পতিবার (০৪ মে) বিকেলে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কসকা এলাকায় এ দ‍ুর্ঘটনা ঘটে।

নিহতেরা হলেন- মাঈনুর বেগম (৩০) ও তার মেয়ে ফারজানা বেগম (৭) ।

জানা গেছে, চট্টগ্রাম বিমানবন্দর থেকে যাত্রী নিয়ে একটি মাইক্রোবাস ঢাকা-চট্টগাম মহাসড়কের ফেনীর কসকা এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা কার্ভাডভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় ঘটনাস্থলে মাঈনুর ও ফারজানার মৃত্যু হয়। দুর্ঘটনায় আহত হয়েছেন মাইক্রোবাসে থাকা আরো ৩ যাত্রী।

নিহত মাঈনুরের ভাই সেলিম জানান, বৃহস্পতিবার সকালে তিনি আবুধাবী থেকে বাংলাদেশে আসেন। এসময় লক্ষ্মীপুর থেকে বোন ও ভাগ্নি তাকে এগিয়ে নিতে এসে দুর্ঘটনায় নিহত হন।

মুহুরীগঞ্জ পু্লিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নয়ন ফেরদৌস সড়ক দুর্ঘটনায় দু’জন নিহতের হওয়ার তথ্য বাংলানিউজকে নিশ্চিত করেছেন।

বাংলাদেশ সময়: ১৯৪২ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসএইচডি/আরআর/এসএইচ

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।