ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

সাতক্ষীরায় সনদ পেলেন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত‌রা

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪৮ ঘণ্টা, মে ৪, ২০১৭
সাতক্ষীরায় সনদ পেলেন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত‌রা সাতক্ষীরায় সনদ পেলেন বিভিন্ন বিষয়ে প্রশিক্ষিত‌রা-ছবি: বাংলানিউজ

সাতক্ষীরা: সাতক্ষীরায় জলবায়ু প‌রিবর্তন, বৈচিত্র্যতা ও আত্মনির্ভরশীলতা বিষয়ক ১০ দিনের প্রশিক্ষণ শেষে প্র‌শিক্ষিতদের মধ্যে সনদপত্র বিতরণ করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (৪ মে) দুপু‌রে সাতক্ষীরা বিআরডিবি প্রশিক্ষণ কক্ষে এ সনদপত্র বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্র‌শিক্ষিতদের হাতে সনদপত্র তুলে দেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ নূর হোসেন সজল।

বার‌সিক ইনস্টি‌টিউট অব অ্যাপ্লাইড স্টাডিজ (বিয়াস) এবং শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিম এই কো‌র্সের আ‌য়োজন ক‌রে।

বারসিকের এলাকা সমন্বয়কারী পার্থ সারথী পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা প্রকাশ চন্দ্র  সরকার, বিয়াসের ফ্যাকাল্টি সৈয়দ আলী বিশ্বাস, কোর্স সমন্বয়কারী গবষেক বাহউ‌দ্দিন বাহার, শিক্ষা, সংস্কৃতি ও বৈচিত্র্য রক্ষা টিমের সাধারণ সম্পাদক আসাদুল ইসলাম প্রমুখ।

আয়োজকরা জানান, এই প্রশিক্ষণ কোর্সে সাতক্ষীরা, যশোর এবং খুলনার ১১টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ জন শিক্ষার্থী এবং পেশাজীবী অংশ নেন। এতে প্রশিক্ষণ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক অভিজিৎ রায় ও বিয়াসের ফ্যাকাল্টি মেম্বার সৈয়দ আলী বিশ্বাস।

বাংলাদেশ সময়: ১৯৪৬ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।