ঢাকা, মঙ্গলবার, ১২ ফাল্গুন ১৪৩১, ২৫ ফেব্রুয়ারি ২০২৫, ২৫ শাবান ১৪৪৬

জাতীয়

না’গঞ্জে জেএমবির দুই সদস্য ৩ দিনের রিমান্ডে

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৫২ ঘণ্টা, মে ৪, ২০১৭
না’গঞ্জে জেএমবির দুই সদস্য ৩ দিনের রিমান্ডে না’গঞ্জে জেএমবির দুই সদস্য ৩ দিনের রিমান্ডে

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জে নব্য জেএমবির দুই সদস্যের ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তারা হলেন, রাজধানীর পশ্চিম রামপুরা এলাকার মো. কাইয়ুম হাওলাদার ওরফে মিঠু (৩২), উত্তর মান্ডা এলাকার মো. সেলিম (৩২)।

বৃহস্পতিবার (০৪ মে) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে রিমান্ড শুনানি হয়।

কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা র‌্যাবের মামলায় তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।

তিনি আরও জানান, গত ৬ ও ৭ এপ্রিল র‌্যাবের অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড ও কুমিল্লা জেলার গৌরীপুর এলাকা থেকে জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) ৮ জনকে গ্রেফতার করা হয়। ১৭ ও ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ এলাকা  থেকে আরো ২ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।

তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (০২ মে) রাতে রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে সেলিম ও মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭ 
আরআর/এমজেএফ
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।