বৃহস্পতিবার (০৪ মে) তাদের আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। এ সময় নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আফতাবুজ্জামানের আদালতে রিমান্ড শুনানি হয়।
কোর্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জহির জানান, সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা র্যাবের মামলায় তাদের বিরুদ্ধে রিমান্ড মঞ্জুর করা হয়েছে।
তিনি আরও জানান, গত ৬ ও ৭ এপ্রিল র্যাবের অভিযানে নারায়ণগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানাধীন সাইনবোর্ড ও কুমিল্লা জেলার গৌরীপুর এলাকা থেকে জেএমবির (সারোয়ার-তামিম গ্রুপের) ৮ জনকে গ্রেফতার করা হয়। ১৭ ও ১৮ এপ্রিল সিদ্ধিরগঞ্জ এলাকা থেকে আরো ২ জেএমবি সদস্যকে গ্রেপ্তার করা হয়।
তাদের দেওয়া তথ্যমতে মঙ্গলবার (০২ মে) রাতে রূপগঞ্জের রূপসী বাসস্ট্যান্ড এলাকা থেকে সেলিম ও মিঠুকে গ্রেপ্তার করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯৫৪ ঘণ্টা, মে ০৪, ২০১৭
আরআর/এমজেএফ