বাগেরহাট: বাগেরহাট সদর উপজেলার চুলকাঠি এলাকায় অভিযান চালিয়ে লাইসেন্স না থাকার অপরাধে পাঁচ স’মিল মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (০৪ মে) দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ শাহরিয়ার মুক্তার এ জরিমানা করেন।
শাহরিয়ার মুক্তার বাংলানিউজকে জানান, লাইসেন্স ছাড়া ও মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স নিয়ে চুলকাঠি বাজার এলাকার পাঁচ ব্যবসায়ী অবৈধভাবে স’মিল পরিচালনা করে আসছিলো।
পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই পাঁচ স’মিলের মালিককে ৩২ হাজার টাকা জরিমানা করা হয়।
বাংলাদেশ সময়: ১৯৫৩ ঘণ্টা, মে ০৪, ২০১৭
এনটি
।
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।